
|| সূর্য্যের আলো ||
Surjer Alo
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
সূর্য্যের আলোকরশ্মি
সৃষ্টি হয় ম্যগনেটিক রেডিয়েসনের ফলে।
ওই রেডিয়েসনে উৎপন্ন কিছু ইলেকট্রন
পৃথিবীতে আসে তাকে আলো বলে।
বাকী ইলেকট্রন শুষে নেয়
বায়ুমন্ডলের বিভিন্ন স্তর।
ইলেকট্রন আসে সূর্য্য থেকে পৃথিবীতে
যা প্রায় তিরানব্বই মিলিয়ন মাইল দূর।
সূর্য্যের সেই আলো
বিভিন্ন রঙের হয়।
সূর্য্যদয়ে তার রঙটি থাকে লাল
পরে সেটি সাদাতে রূপান্তরিত হয়।
সমস্ত দিন তার
ঐ সাদা রঙটি দেখা যায়।
সূর্য্যাস্তে সেটি ফিকে লাল বা
কনে দেখা আলো হয়ে যায়।
বৃষ্টির পরে কখনও কখনও
সূর্য়ের প্রতিসরণে রামধনু প্রকট হয়।
তখন পৃথিবী হয়ে ওঠে মনোমুগ্ধকর
ওই রামধনুর সাতটি রঙের ছটায়।

