|| সূর্য্যোদয় হলো ||
Poetry

|| সূর্য্যোদয় হলো ||

Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

Suryodaya Holo

সূর্য্যোদয় হলো।

বাড়ীর পূর্বদিকটা

         এখনও একটু লাল হয়ে আছে।

হঠাৎ পূর্বদিকের উঁচু বাড়ীগুলোর

     মাথা থেকে চারিদিক আলো করে দিচ্ছে।

পূব আকাশটা ঝকঝকে সাদা

                 হয়ে যাচ্ছে।

নতুন একটা ভোর, নতুন একটা দিন

              নতুন একটা সকাল।

সূর্য্যোদয় হলো।

পুরীর সমুদ্রের পূবদিকের জল থেকে

       সূর্য্য উঠে এল লাল আকাশ সাদা করে।

সূর্য কিরণে সমুদ্রের

           পূর্বদিকটা চকচক করছে।

বীচে দাঁড়ানো মানুষেরা মোবাইলে

          একটার পর একটা ছবি তুলছে।

সূর্য্যোদয় হলো।

কাঞ্চনজঙ্ঘার চূড়াটা হঠৎ ঝকমকিয়ে উঠল।

পূবাকাশে লালের সঙ্গে আরও

                নানা রঙ দেখা গেল।

মানুষেরা তাদের দৃষ্টির অপলক ক্যামেরায়

            স্মৃতিতে অজস্র ছবি সৃষ্টি করছে।

সূর্য্যোদয় হলো।

একটি শিশু জন্ম নিল হসপিটালে

          একটু আগেই সে জন্মেছে।

হসপিটালের ছোট্ট বেডে শুয়ে শুয়ে

             সে নতুন পৃথিবী দেখছে।

আগামী দিনে এই শিশুটিই বড় হয়ে

   হয়ত কেউকেটা মানুষ হয়ে উঠতে পারে।

সূর্য্যোদয় হলো।

একটি মেয়ে নতুন বিয়ে হয়ে

                শ্বশুড়বাড়ী যাচ্ছে।

তার মনে অজস্র চিন্তা

        নতুন এই জীবনটি কেমন হবে?

ছোটোবেলাকার অনেক স্বপ্ন কি

             বাস্তবতায় পরিণত হবে?

নানান এই ʼহবে?ʼর দুশ্চিন্তায়

                               সে জর্জরিত মনে।

জীবনের সব কʼটি ফুল হয়ত

                    সে ফোটাতে পারবে কোনও একদিনে।

সূর্য্যোদয় হলো।

একশো তিন বয়েসের এক বৃদ্ধ আজ মৃত্যুশয্যায়

       তার একমাত্র ছেলে গভীর চিন্তায় মগ্ন।

তার তো বাবা ছাড়া আর কেউ নেই

  সে কি একা চলতে পারবে, মিটবে তার স্বপ্ন?

সূর্য্যোদয় হলো।

পৃথিবীতে রোজই সূর্য্যদয় হয়

    কতশত সূর্য্য নতুন করে জন্মায় সেই দিনে।

সেই সব সূর্য্যের অনেকগুলো

   সার্থকতার ছবি দেখে জীবনের আকাশে।

আর কিছু সূর্য্য স্বপ্নভঙ্গের শোকে

              হারিয়ে যায় অবশেষে।

LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with our latest poetry and stories 😎

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *