
মানুষ রথ
Audio File:
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
শরীর-রূপী মানুষ রথ চলছে
এ রাস্তা, সে রাস্তা দিয়ে ।
আত্মা-রূপী দেবতা রথে উপবিষ্ট
এগিয়ে চলেছেন মুখে হাসি নিয়ে ।
ঘোড়া-রূপী মন টেনে নিয়ে যাচ্ছে
সে রথকে তার ইচ্ছামতো ।
রাস্তা ভাল হলে, ইন্দ্রীয়-রূপী লাগাম ছাড়াতেও
রাস্তায় যাচ্ছে ঠিকমতো।
আর রাস্তাটা খারাপ বুঝলে লাগাম টেনে
রথটাকে সময়মত থামাতে হচ্ছে ।
মন তখন খুঁজছে ভাল রাস্তার হদিশ
খুঁজে পেয়ে আবার রথের চাকা ঘুরতে শুরু করছে।
অবিশ্রান্ত এ পরিক্রমণ
ওই রথের নানান রাস্তা দিয়ে।
কিছু জানা সে রাস্তা
আবার কিছু অজানা পথ পেরিয়ে।
জীবনের স্বপ্নপূরণ করছে মানুষ
রথ চালিয়ে ভাল রাস্তায় ।
কেউ বা আবার ইন্দ্রীয়ের তাড়নায়
রথ চালাচ্ছে কোন অজানায় ।
অচেনা দিশায় চলে বুঝতে পেরে
রথ ফিরছে পিছন পানে।
তখন রাস্তা শুধরে নিয়ে আবার যাচ্ছে
সেই পথে, যা সে জানে।
কেউ রথ ছোটাচ্ছে দুরন্ত গতিতে
নতুন নতুন রাস্তায় ।
নতুন রাস্তার পথিকৃত সে, অচেনা সেই পথের
উদ্ভাবন তার অদম্য ইচ্ছায় ।
ঈশ্বর-সন্ধানী মানুষ
ভালবাসা, ত্যাগ ও সেবার পথে রথ চালাচ্ছে ।
আসে পাশের অনেক রথ
তার পিছনে অনাবিল আনন্দে ওই পথে চলেছে ।
ভাল কাজে চলা মানুষ
পথ পাচ্ছে মসৃন, মোহময় ।
লাগাম হীন ইন্দ্রীয় তাড়িত মানুষের রথ
পৌঁছে যাচ্ছে বিপদ সংকুল রাস্তায় ।
রথ মাঝে মাঝেই তার গতি
করে চলেছে পরিবর্তন ।
কখনও আস্তে, কখনও জোরে
চলছে তার এই অবিশ্রান্ত গমন।
কাঙ্খিত পথে চলেছে একই ভাবে
জানা পথে দুরন্ত গতিতে ।
রাস্তায় রথের ভীড়ে জ্যামে পরে
কখনও সাময়িক থামাতে হচ্ছে তাকে ।
রথের এই পরিক্রমণের
শেষ কোথায় কেউ জানে না ।
শেষ দিনে এ যাত্রা শেষ করে
অবিনশ্বর আত্মা আর রথে থাকে না ।
আত্মা চলে যায় কোন অজানায়
মানুষের চোখের বাইরে ।
রাস্তার এক পাশে নিথর সেই চলন্ত রথ
পরে থেকে হারিয়ে যায় চীরদিনের তরে ।
ভাল পথের চলার রাস্তা
সোনায় মোড়া জ্বল জ্বল করে ।
হারিয়ে গেলেও সেই রথের উপাখ্যান
লেখা থাকে ইতিহাসের পাতা ভরে ।

