
।। টাইগার হিল ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Tiger Hill
টাইগার হিল বললে
সবাই এক ডাকেতেেই চেনে।
অসাধারনণ সৌন্দর্য্য সে এক
একথা কে না জানে?
দারজিলিং পৌঁছনোর দিন
রাস্তা থেকে দেখি।
সূর্য্যাস্তের গোধুলি আভায়
চমকপ্রদ সেকি!
একদিন পরে সকালবেলায়
টাইিগার হিলে যাই।
দিনটা ছিল নভেম্বরের দু তারিখ
দু হাজার বাইশেই।
আমাদের হোটেলটা ছিল
ম্যালের ওপরে।
গাড়ী আসবে না ম্যাালর রাস্তায়
গাাড়ী দাঁড়ালো ম্যালের মোড়ে।
ভোর সাড়ে তিনটেয়
স্টার্ট করলো গাড়ী।
রাস্তায় কি ভীষণ জ্যাম
কি যে আর করি।
শামুকের গতিতে চলে গাড়ী
পৌঁছোই ভোর পাঁচটায়।
তথনও সূর্য্যদেবের দেখা নেই
হননি উদয়।
লাাল সূর্য্যদেব
একটু পরেই দেখা দিলেন।
ভাগ্যক্রমে সেদিন
পরিস্কার আকাশে নেই মেঘ ভিলেন।
একটু পরেই কান্চনজংঘার শৃঙ্গ
উদ্ভাসিত হʼল লাল আলোয়।
ভোরের সেই ঠান্ডা পরিবেশে
সে দৃশ্য অসাধারন মোহময়।
ক্রমে লাল আলো
ফিকে হতে হতে সাদা হয়েছে।
দুধের মন সে রঙ
বরফের ওপর পড়েছে।
প্রতিফলনে সোনার মতো চকচক করছে
কান্চনজংঘার শৃঙ্গগুলো।
অসাধারন সে ছবি,
একের পর এক ছবি তোলো।
আশ মিটিয়ে ছবি তোলার পর
দেখি এক নেপালী মেয়ে কফি খাওয়াাচ্ছে।
কফি খেলাম সবাাই মিলে
তখন চোখ বাারবার এ দৃশ্য দেখছে।
ফেরার মধ্যে নেই
তেমন কোন গল্প।
গাড়ী পৌঁছোলো হোটলে
তখন ক্ষিদে পাচ্ছে অল্প অল্প।

