-
।। কাজ ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Kaaj কাজ তো সবাই করে জানি আমিও করি কাজ। এক ছেলেকে দেখেছি আমি তার কথা বলি আজ। হরির ছেলে গোপাল কাজে এসেছে বাবার। রঙের মিস্ত্রি হরি অনেক দিনের কাজ তার। ছেলেকে শেখায় কাজ করবে এমন। যা শুধু তোমার নয় হবে সবার মনের মতন। মানুষের সব কাজ একদিনে তো শেষ হয়না তারা। ভাল কাজ করলে পরে ডাকবে সারা পাড়া। তাই শুধু নয় ছেলে কাজটা এমন করবে যাতে সবটুকু যেন শেষ হয় অন্য কাঊকে ডাকতে না হয় তাতে। গোপাল একদিন বড় হয় সবাই ডাকে গোপাল মিস্ত্রিকে। রঙের কাজটা ছেড়েছে হরি সবটাই এখন…