-
রাজা ও রানীর গল্প – চতুর্থ পর্ব
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita ক্রমে দুজনের মন শান্ত হয় কারন দুজনেই জেনেছে ট্রান্সফার হতে অন্ততঃ এক বছর | এদিকে দু-অফিসের কলিগরা জেনেছে পরস্পরের অনুরাগের খবর | ক্রমে সেই খবর ছড়িয়ে পরে ওদের বসেদের কাছে আর তারপর ওদের বাবা-মারাও জানতে পারে | তাই দুদিকের বসেরা মিলে ঠিক করে রাজাকে মুম্বাই পাঠাবে প্রোমোট করে | নতুন এক প্রোজেক্টের কোঅর্ডিনেটর হয়ে রাজা মুম্বাই অফিসে জয়েন করে | রানী যে প্রোজেক্টে ছিল সেখানেই সে কনটিনিউ করে | ওদের রোজই দেখা হয় অফিসের কাজের পরে | সেটা বেশীভাগ দিন একই সময়ে হয় না তাই একজন অন্যজনের জন্য ওয়েট করে | দুই…
-
Resolutions of 2024 which might lead to success
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita In the embrace of the newborn light, A canvas awaits, pristine and bright. With the turning tide of the year, Promises bloom, dispelling fear. Resolutions forged in the crucible of hope, Ignite the spirit, help us cope. A symphony of dreams, a steadfast choir, Guiding us higher, lifting us higher. Self-discipline, the compass true, Navigating paths both old and new. With every sunrise, a chance reborn, To mend the fabric that may be torn. In the garden of goals, we plant the seeds, Nurturing dreams with determined deeds. Positivity, the gentle rain, Feeds the roots, breaks the chain. A pledge…
-
|| সাকসেস পেতে ||
Success Pete Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita মনটা ভাল আছে? ওকে তো নিতেই হবে। তাই খারাপ হলে জোর করে হাসতে হবে। রাত্রের অন্ধকারের পর প্রতিদিন সূর্য্য ওঠে। অন্ধকার মেঘে ঢাকা পৃথিবীতেই কিছু পরে ঝলমলিয়ে রোদ্দুর ওঠে। অন্ধকার মেঘে শান্ত থেকে রোদ্দুরে মনও ঝলমলিয়ে উঠবে। কালের নিয়মে, সময়ের হাত ধরে দুঃখের পর ভাল দিনও আসবে। ভাবতে হবে, পৃথিবীতে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে। মানব জীবনে যন্ত্রণা তো থাকবেই সেটাকে ভুলতে হবে। পরিশ্রম করে নিজের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। স্বপ্নের মাইলস্টোন এ রাস্তার অনেকটা দূরে। মাঝে আবার পথটা গেছে একটু ঘুরে। রাস্তায় যে মাইলস্টোনগুলো…
-
|| স্বপ্নকে সত্যি করা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Swapno ke Satyi Kora মানুষ স্বপ্ন দেথে সেই স্বপ্নকে পেতে পরে কাজও করে। সেই কাজ প্যাশনেটলি করলে স্বপ্ন সত্যি হয় সার্থকতার হাত ধরে। স্বপ্নকে সত্যি করতে আগে প্ল্যান করতে হবে। পরে সেই প্ল্যান মাফিক কাজ করে নিজের গন্ত্যবে পৌঁছানো যাবে। শুধু ভাবনা নয় মন দিয়ে করতে হবে সমস্ত কাজ। সেই কাজেই সার্থক হবে স্বপ্ন এটাই বলি আজ।
-
|| মিউজিয়াম অফ ফেলিওর ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Museum of Failure নিউইয়র্কে এই নামে একটি মিউজিয়াম আছে। এখানে অনেক ব্যর্থতার প্রদর্শন করা আছে। পৃথিবীতে বিভিন্ন বিষয়ে যত রিসার্চ হয়, তার বেশীরভাগ শেষ হয় সেই ব্যর্থতায়। কিন্তু ওই সব ব্যর্থতার সোপান দিয়েই মানুষ সাকসেসে পৌঁছায়। তাই যে মনস্তত্ববিধ এই মিউজিয়ামের সৃষ্টিকর্তা তাঁর মন ছিল অন্য চিন্তায়। কোনোও কোনোও মানুষ ব্যর্থতার সারনী দেখে মনে করবে চেষ্টা আর চেষ্টা। এটাই মূলমন্ত্র কোনও জন্ম দেবে এক সার্থক প্রচেষ্টার। বিভিন্ন কোম্পানীর ব্যর্থতার কাজ এখানে দেখানো হয়েছে। এই মিউজিয়ামের স্রষ্টা দাঁড়িয়েছেন ব্যর্থতার পাশে। এই মিউজিয়ামে সব ভিসিটররা তাদের ব্যর্থতার কাহিনি লিখে যান। এই মনস্তত্ববিধ বিশ্বাস…