• জন্ম মৃত্যু
    Poetry

    জন্ম মৃত্যু

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita একটি বছর, একটি দিন               একটি সময় । কেউ শুরু করে তার জীবন             কারো বা শেষ হয় । আজ যেমন মহানায়ক             উত্তমকুমারের মৃত্যুদিন । তেমনি এই দিনটি হলো             গায়ক সুবীর সেনের জন্মদিন । জন্মে শুরু আর মৃত্যুতে শেষ             এটাই জীবন মানুষের । শেষের মানুষ শুরু করে             উৎপত্তি হয় এক নতুন প্রাণের । চলছে এই পরিক্রমণ           পৃথিবীর পরিক্রমণের সাথে । মৃত্যুতে শোক প্রকাশ           আর জন্মতে আনন্দে মাতে ।

  • মানুষকে মনে রাখা
    Poetry

    মানুষকে মনে রাখা

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Remembering a human being মানুষ যখন চলে যায়               থাকে দুটি দিন। স্মরণ করে, মালা পরায়         ঐ জন্মদিন আর মৃত্যুদিন। তার কাজের হিসেব থাকে তখন                সবার অবচেতনে। কাজটি যেদিন ঠিক হয়না                মনে পরে সেই দিনে। ছবির দিকে তাকিয়ে কেউ               যখন এক মিনিটও ভাবে। মনের ভেতর উথাল পাথাল                মনটা কেন কাঁদে? কাজটুকুই যে সম্বল তার               সেটাই থাকে সবার মনে। প্রিয়জনের স্মৃতি হয়ে               থাকে সে মনের কোনে।

  • || মনের আঘাত ||
    Poetry

    || মনের আঘাত ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Moner Aaghat আঘাত করতে চাই না আমি    কাউকে চাইনা করতে অসন্মান। কʼদিন মানুষ থাকে পৃথিবীতে                        কʼদিন আছে তার প্রাণ। যত গুরুজন আছেন পৃথিবীতে                          সবাইকে করি প্রণাম। পৃথিবীতে তাঁরা এসেছেন আগে                           দিতে হবে তার দাম। জীবনের পথে চলতে গিয়ে                             ভুল হয়ে যায় মানুষের। সেই ভুলে কারো আঘাত লাগলে                            সত্যিই হয় তা দুঃখের। এমন দুঃখ দিয়েছি যাদের                           ক্ষমা চেয়ে নিই আজকে। ছোটো, বড় যেই হোক সে                           দুঃখ পেয়েছে প্রাণেতে। পুরোনো বেদনা ভুলে গিয়ে সব                           মাতি সবাই আনন্দেতে। যে কʼদিন বাঁচি, একসাথে চলি                        পারস্পরিক শুভেচ্ছাতে। আনন্দ আর শুভেচ্ছাতে                       বাড়বে জীবন অনেকখানি। চকচকে…

  • || বরফ গলা ||
    Poetry

    || বরফ গলা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Melting of ice বরফ গলে নদীর স্রোতে             ঢেউ হয়ে যায় অনেক বেশী। মনের বরফ গললে দেখ                 হাসি, হাসি আর হাসি। কান্নার এই বহিঃপ্রকাশ                কষ্ট গুলো যাচ্ছে ধুয়ে। ধুলো ময়লা কত কি স্রোতে মিশছে              ওই বরফ ক্ষয়ে ক্ষয়ে। এখন দেখ স্বচ্ছ জল             বইছে মনের আবেগে। ঝলমলে ঐ মনের আকাশ              নতুন করে স্ব্প্ন জাগে। এত সুন্দর, এত নির্মল              এত আলো তো দেখিনি। আজ দিনটা খুবই ভাল              আগে কেন আসেনি? ভাগ কোরো না, সবটাই নাও              সব খুশিটাই তোমার জন্য। মনের এই সুখানুভূতি                সত্যিই যে অনন্য। রোদ ঝলমলে আকাশে দেখ               বইছে বাতাস মৃদুমন্দ। ফুলগুলো…