• || পজিটিভিটি ||
    Poetry

    || পজিটিভিটি ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Positivity ইংরাজী কথায়            বাংলা কবিতা। এটাই বোধহয় এ্যপ্রোপিয়েড        আমি দেথাতে চাই যে ছবিটা প্রখমে অঙ্ক দিয়ে বলি        আমার ভাবনার কথাটা। জীবনের সঙ্গে দারুন বন্ধুত্ব অঙ্কের          দেখুন তাদের মিলটা। চারটে ভালো কাজের পর, একটা তোমার খারাপ হʼলে,                                 তিনটে তোমার ভালো কাজ হয়। তেমনি দুটো ভলো কাজের পর, আরও একটা ভালো করলে                                তিনটে তোমার ভালো কাজ দাঁড়ায়। তাই জীবনের যোগ-বিয়োগটা                অঙ্কের যোগ-বিয়োগের সঙ্গে মিলে যায়। তেমনি গুন-ভাগটাও                        একইভাবে মিলে যায়। তাই ভালো কাজ করলে ও ভালো কথা বললে,              ভালো ঊগলব্ধিতে  জীবনটা চলবে তরতর করে। পজিটিভ কাজে ও কথায়        পজিটিঙ রেসাল্টে মনটা থাকবে ভরে।