-
।। মন খারাপ l।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Mon Kharap মন ভাল নেই মনটা খারাপ। কি যে করি এখন। শরীরটাও তো কেমন কেমন বুড়ো মানুষের মতন। বুড়ো মানুষ নই তো আমি বয়স পেরোলো সত্তর। এই তো সেদিন স্কুল পেরোলাম এক্ষুনি এই মাত্তর। স্কুল পেরিয়ে কলেজ গেলাম অঙ্ক নিয়ে পড়তে। শেষ করে তো ইউনিভারসিটি আরেকটু বেশী জানতে। এসব করে ভাবতে বসি কি করা যায় এখন। ডক্টরেটটা করলে কি চাকরি পাব মনের মতন। মনের টানে কম্পিউটার সায়ান্সে পড়াশুনা শুরু করি। শেষ করে তা ইউনিভারসিটির অধ্যাপনায় হাতে খড়ি। শুরু হয় এরপর কম্পিউটার সায়ান্সে পি এইচডির কাজ। একমাএ ছেলের দায়িত্বে চাকরি দরকার…