• In the Dismay of Finding Nothing
    Poetry

    In the Dismay of Finding Nothing

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Amidst the worry of finding naught, Hope takes birth, despite the thought. When it settles deep within the mind, Fragmenting the strength we once defined. As the mind weakens, it’s plain to see, The body too loses its energy. Understanding oneself then becomes the key, To heal the mind from this misery. From the heart, detach those fears, Abandon the hope of fruits, it clears. Gradually, the mind breaks free, Embarking anew with spirited glee.

  • Embrace the Light
    Poetry

    Embrace the Light

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Don’t dwell on worries, my dear friend,Let go of the troubles that tend to descend. Keep the heart’s turmoil far away, Embrace the joy, let laughter sway. When the mind finds its serene abode, The body’s burdens will gently erode. So don’t let worries cloud your days, Choose to bask in life’s golden rays. A son’s job, a daughter’s wedding so grand, All will come at destiny’s command.Work with a tranquil heart and mind,In due time, all you seek, you’ll find. YouTube subscribers, the count may stall, Set aside doubts, heed your work’s call. Release the worries, bid sorrows adieu,…

  • || মনকে কাজ দিন ||
    Poetry

    || মনকে কাজ দিন ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Monke Kaaj Din মনকে কাজ না দিলে          মন এদিক ওদিক চলে যায়। মন ব্যস্ত না হলে          অদরকারী বাজে কাজে পালায়। মন যখন ঘুরে বেড়ায়    সে দৌড়োয় ঘন্টায় লক্ষ লক্ষ মাইল বেগে। সে দৌড়ের রেখাচিত্র আঁকতে গেলে            পুরো আকাশটা লেগে যাবে। মনের দৌড়ে মায়ের ছোটবেলার ছবির পাশে,         আমার ছোটবেলার ছবি চলে আসে। কোনও এক সুখ স্মিতির পরেই     কোনও দুঃথের ঘটনা চোথে ভেসে আসে। পুরোনো স্মিতির অ্যালবামে মনকে নিয়ে গেলে            সে সব ঘটনা ডিটেল্সে দেখায়। ভুলে যাওয়া স্মিতির অংশে            সে চুপ করে থেমে যায়। সত্যিই সে এক মজার খেলা,      অনেক সময় পেড়িয়ে যায়…

  • || স্বামী বিবেকানন্দের মতে মনঃসংযমের উপায় ||
    Poetry

    || স্বামী বিবেকানন্দের মতে মনঃসংযমের উপায় ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Swami Vivekanander Mote Mononsanjamer Upay স্বামী বিবেকানন্দ বলেছেন,            মন যত পবিত্র হবে, মনঃসংযম করতে পারা            তত সহজ উপায়ে হবে। মনকে পবিত্র করতে          বাসনা ও আবেগকে সংযত করতে হয়। অসংযত বাসনা ও আবেগ      পরশ্রীকাতরতা, ঘৃণা, ক্রোধের জন্ম দেয়। এছাড়া ঈর্ষা, লোভ, মোহ            এগুলিও তার প্রকাশ পায়। সেক্ষেত্রে মানুষের মনঃসংযম            প্রায় অসম্ভব হয়ে যায়। তাই যারা মনকে পবিত্র রেখে             জীবন নির্বাহ করে, তাদের ক্ষেত্রে মনঃসংযম              সহজে হতে পারে।

  • || মনের আঘাত ||
    Poetry

    || মনের আঘাত ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Moner Aaghat আঘাত করতে চাই না আমি    কাউকে চাইনা করতে অসন্মান। কʼদিন মানুষ থাকে পৃথিবীতে                        কʼদিন আছে তার প্রাণ। যত গুরুজন আছেন পৃথিবীতে                          সবাইকে করি প্রণাম। পৃথিবীতে তাঁরা এসেছেন আগে                           দিতে হবে তার দাম। জীবনের পথে চলতে গিয়ে                             ভুল হয়ে যায় মানুষের। সেই ভুলে কারো আঘাত লাগলে                            সত্যিই হয় তা দুঃখের। এমন দুঃখ দিয়েছি যাদের                           ক্ষমা চেয়ে নিই আজকে। ছোটো, বড় যেই হোক সে                           দুঃখ পেয়েছে প্রাণেতে। পুরোনো বেদনা ভুলে গিয়ে সব                           মাতি সবাই আনন্দেতে। যে কʼদিন বাঁচি, একসাথে চলি                        পারস্পরিক শুভেচ্ছাতে। আনন্দ আর শুভেচ্ছাতে                       বাড়বে জীবন অনেকখানি। চকচকে…

  • || হতাসাকে তাড়ানো ||
    Poetry

    || হতাসাকে তাড়ানো ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Hatasake Tadano কোনও কিছু না পাওয়ার দুঃস্চিন্তায়              হতাসা জন্ম নেয়। মনের মধ্যে যখন সে জাঁকিয়ে বসে            মনের শক্তি ছিন্নভিন্ন করে দেয়। মন শক্তিহীন হয়ে পরলে       শরীরেরও শক্তি কমে গেছে মনে হয়। নিজের আত্মাকে তখন             মনকে বোঝাতে হবে। নিজেকে মন থেকে ওই হতাসাকে তাড়িয়ে    ফলের আশা ত্যাগ করে এগোতে হবে। ক্রমে মন হতাসা মুক্ত হয়ে     আবার নতুন উদ্যমে কাজ শুরু করবে।

  • || সুন্দর হʼতে গেলে ||
    Poetry

    || সুন্দর হʼতে গেলে ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Sundar Hote Gele রূপচর্চা করে মানুষ          বাইরেটা করে সুন্দর। সুন্দর মানুষ হʼতে গেলে                      মনটাও চাই সুন্দর। সুন্দর মনের মানুষ হʼলে                     ব্যবহারেও সে ভাল। কথা বলবে যে কোনও মানুষ                    তারও মনে জ্বলবে আলো। কথায়, কাজে, ব্যবহারে                     সবাই দেখবে সুন্দর। কাছাকাছি এলে তার                     মন হরে খুশিতে ভরপুর।

  • || মনের ছলনা ||
    Poetry

    || মনের ছলনা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Moner Chalana মন ছলনা করে         মাঝে মাঝেই। মনঃ সংযোগের অভাব হʼলে                    এটাতো হবেই। মন ঠকে যায়               নিজের অচেতন মনের কাছে। পুরোনো কোনও ʼভুলতে চাইʼ ছবি                আসে অচেতন মন থেকে। আমরা তখন ওই পুরোনো ছবি দেখে                 ভয় পেয়ে যাই। বর্তমানের দরকারী কাজ ফেলে                 চিন্তায় কুঁকড়ে যাই। মন ভবিষতের সুন্দর ছবি                         দেখতে চায়। বর্তমান ভুলে ভবিষৎ নিয়ে ভাবতে গিয়ে      বর্তমানের অমূল্য সময় নষ্ট হয়ে যায়।

  • || খারাপ মন ভালো করা  ||
    Poetry

    || খারাপ মন ভালো করা  ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Kharap Monke Bhalo Kora মন, মেজাজ সব খারাপ?        কিছুই ভালো লাগছে না। খারাপ মনে না থেকে        দেখা যাক, মনটা ভাল হয় কিনা। ঠিক করতে গেলে, কেন খারাপ        সেটা আগে জানতে হবে। যেমন রোগ, তেমন দাওযাই        দিতে পারলে মনটা ভালো হবে। অফিসের গন্ডগোল থাকলে        ভবিষতে তা ঠিক করতে হবে। কাছের মানুষের দুঃখ হলে    তার মনটা ঠিক করতে হবে। তার হাসিমুখ দেখতে পেলে    আপনারও মনটা খুশিতে ভরে যাবে। কোলও দুঃখজনক ঘটনা হলে,    মন ঠিক করতে পছন্দের গান শুনতে হবে। গান শুনতে ইচ্ছে না হʼলে        কোনও ভিডিও দেখা ব কোনও গেমস খেলতে হবে। কোনও ইন্টারেস্টিং খাবার…

  • || মন ভালো করে ||
    Poetry

    || মন ভালো করে ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Mon Bhalo Kore মন ভালো করে        চলোরে সবাই। মন ভালো হলে       কাজ ভালো সদাই। চিন্তামুক্ত, হাসি খুশি মনে         যা হয় কাজ, তাতে মন আরও ভালো হয়,   সে আরও খুশি হয় আজ। তাই ফলস্রুতির চিন্তা ছেড়ে,     মানুষ যখন কাজটি করে, খুশি মনে যে কাজটি হয়েছে     তা সার্থকতার পথটি ধরে।