-
|| সোনার সংসার ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Sonar Sansar এক সাধারণ মেয়ে অপরাজিতা, প্রাইমারী স্কুল টিচার। ছাত্র-ছাত্রীদের কাছের মানুষ ভালবাসা তার অপার। অন্য টিচাররাও পছন্দ করে তাকে কাজের ধরন দেখে। কোনও টিচার না এলে তার ক্লাস নেয় একটু বেশী থেকে। শ্যামলা রঙের চেহারা হলেও পাড়াতেও খুব পপুলার। ঝামেলাতে পড়লে সবাই আসে সাহায্য নিতে তার। মাইনের টাকা কম হলেও কারো দরকারে দেয় সে টাকা। জানে মাস-শেষে মুস্কিল হবে হাত যে হবে ফাঁকা। যে স্কুলে পড়ায় সে সেটি হʼল সরকারী। অনেক গরীব ছেলেমেয়ে পড়ে যাদের বাবা-মা করে মজদুরি। সবাই কে সে ক্লাসে বলে থাকে তুমিও হʼতে পার চ্যাম্পিয়ন। পড়াশুনা কর…