-
ইচ্ছাপূর্তি – দ্বিতীয় পর্ব
Audio File: ( এই কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ইচ্ছাপূরণ অবলম্বনে রচিত ) Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita ইচ্ছা ঠাকরুন দেবী ছেলেকে বললেন তোমার ইচ্ছা পূর্ণ হবে। কাল থেকে তুমি বাবা হয়ে বাবার সব কাজ করবে । একই রকম ভাবে বাবাকে বললেন তোমার ইচ্ছা পূর্ণ হবে। কালকে থেকে তুমি ছেলের স্কুলে পড়তে যাবে । সুবল বাবুর রাত্রে ঘুম হয় না ভোরের দিকে একটু ঘুমোতে পারেন । সেদিন কেমন করে ঘুমিয়ে পরলেন ভোরবেলা ঘুম ভেঙ্গে লাফ দিয়ে নামলেন। তার চেহাড়া ছোটো হয়ে গেছে ভাঙ্গা দাঁতগুলো সব আবার বেরিয়েছে । পোষাক আশাক সব কেমন অনেক বড় বড় হয়ে গেছে ।…