-
|| ঝড় ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Jhar এই কালবৈশাখীর ঝড়ে উড়িয়ে নিয়ে যাক সব কলুষতা। যত শুকনো ডালপালা আছে শেষ হোক সব মলিনতা। ঝড়ের শেষে- বৃষ্টি নামুক অঝোরে। শুকনো ডালে দেখা দিক সবুজের প্রাণস্পন্দন। ঝলমলিয়ে উঠুক পৃথিবী, সর্বত্র হোক দৃষ্টিনন্দন। মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিক, থাকুক মুখে তার হাসি। রঙিন এই পৃথিবীর ছবি, আমরা সবাই ভালবাসি।