• || নিঃশর্ত ক্ষমা  ||
    Poetry

    || নিঃশর্ত ক্ষমা  ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Nirshata Shama সব রঙ মিশে যে রঙ হয়          সেটা তো সাদা। তাই সবাই যে রূপে দেখে তোমায়          তুমি তো সেই রূপী নও দাদা। অনেক অন্ধকারে তো কাটালে জীবনে           আর ঘেট না কাদা। হিংসাবৃত্তি ছাড়ো এবারে       মনটা আনো ভালো কাজে। এখনও কুকাজ বন্ধ না করলে       সামনে তোমার বিপদ নাচে। রাতের কালো ধুয়ে ফেলো       অনেক ভালো কাজ তো আছে। মানুষ হʼয়ে জন্মেছ যখন                    তুমি মানুষ হʼয়ে ওঠো। মনের সব আত্মগ্লানি ভুলে                    ভালো রাস্তায় ছোটো। দুঃখ তোমার কমবে এতে                     ভুল শোধরাতে জোটো। রাতের পরেই আসে যে দিন                  সেই দিনে নিজের মুখটা দেখে নাও।…

  • || এত অন্ধকার কেন? ||
    Poetry

    || এত অন্ধকার কেন? ||

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Eto Andhakar Keno মানুষের এত হিংসা কেন?              এত লোভ কেন? দিশেহারা হয়ে মানুষ ছুটে বেরাচ্ছে           নিজের স্বার্থসিদ্ধির জন্য। একটি মানুষ নিজের সুবিধার জন্য                আরেক জনকে মারছে। মানুষ বিদ্রুপ করছে সেইসব যুগাবতারকে     যাঁদের মানুষই ভগবানের মতো পুজো করছে। এ কোন পৃথিবীতে আমরা বাস করছি        যেখানে চারিদিকে এত অনাচার। এ কোন সকালবেলায় আমরা আছি      যা দেখে মনে হয় রাত্রের ঘুটঘুটে অন্ধকার। কালো কলুষতা আর বিষে সূর্যের           শুভ্র আলো ঢাকা পরে যায়। সেই কালো কলুষতার মেঘ কাটবে             মনুষ্যত্বের উত্তরণের আলোয়। নতুন পৃথিবীতে থাকবে না অন্ধকার      মানুষের মনে সেই আলো দেখা দেবে। নতুন প্রজন্মের হাত…

  • || আলো ||
    Poetry

    || আলো ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Alo এত অন্ধকার কেন? মানুষে মানুষে এত হানাহানি, এত বিদ্রুপ, এত কানাকানি? সিংহাসনের দিকে ল্যলুপ দৃষ্টি, এরাই কি বিধাতার সৃষ্টি? সূর্য্যের তো এত আলো… পৃথিবীতে সেটা কোথায় গেল? তবুও এত অন্ধকার কেন? মানুষ নিজের হাত, নিজেই দেখতে পাচ্ছে না. এ পৃথিবী নিঃচিহ্ন হবে যেন। কবে আসবে সেই আলোর দিশারী? কবে পৌঁছুবে সেই আলো? প্রতিটা প্রাণে তাঁর পদধ্বনি অনুরণিত হবে. ঘুচবে পৃথিবীর যত কালো। পৃথিবী উদ্ভাসিত হবে সেই আলোতে, মানুষের নতুন প্রাণ জন্ম নেবে। সবুজের সুঘ্রাণে চারিদিক ম ম করবে, মানুষ বাঁচবে।