• Poetry

    এপ্রিল ফুল – প্রথম পর্ব

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita বাবা, ছেলে ও ছেলের বৌ                           এই নিয়ে ছোট সংসার । সুখ, শান্তি আর হাসি আছে                           একটু নয়, অপার । বাড়ীর সিনিয়র কর্ত্তী আর  চলে গেছেন                          বছর কয়েক আগে । বাবা তাই মনমরা                         বড়ীর এক কোনায় পরে থাকে । গৃহ-কর্তা ও গৃহ-কর্ত্তীর মনের মিল ছিল                        জমাট মিষ্টি দইয়ের মত । সে সময়ে গৃহ-কর্তার মনেও ছিল                             নানান সপ্ন শত শত । সেই প্রাণের মানুষটি যখন চলে যাবার পর                   গৃহ-কর্তার জীবনের বাঁচার ইচ্ছাই চলে যায় । সেই থেকে মানুষটির মুখের হাসিটাও                              কোথায় যেন মিলিয়ে যায় । সেই থেকে বাবা মনমরা                         কাগজ পড়া, গান শোনা…