• || একটি শিশুর ভবিষৎ জীবিকা ||
    Poetry

    || একটি শিশুর ভবিষৎ জীবিকা ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobitaa A Child’s Future profession শিশু যখন বড় হয়  তার চিন্তায় স্কুলের পড়া তাকে ব্যস্ত করে। বাড়ীর পরিবেশ অনুযায়ী নানা কাজ ও        খেলার চিন্তায় তার মনে থেকে ভরে। কোনোও শিশু গুরুজনদের চাপে ইচ্ছার বিরুদ্ধে  পড়াশুনা বা কোনোও আ্যাকটিভিটিতে সময় দেয়। যা তার ভাল লাগে না, সেই কাজ করলে    তার শরীর খারাপ বা সময় নষ্ট হয়। যদি গুরুজনেরা তার ইচ্ছা অনুযায়ী তাকে কাজ দেয়,   তবে সে মনের আনন্দে তা করে এবং সফল হয়। ক্লাস এইটের পরে য়খন ঠিক করতে হয়,        কি পড়বে – সায়েন্স, কমার্স না আর্টসে? তখন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে        কি পড়লে তার ক্যারিয়ার ভাল হবে?…