|| নায়েগ্রা ফলস ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Niagara Falls
প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য্য
এই নায়েগ্রা ফলস।
এটি একটি বিশাল মনোমুগ্ধকর
সুন্দর স্থান।
দুটি দেশ – আমেরিকা ও কানাডার
বাড়িয়েছে মান।
জলপ্রপাতের যে প্রাকৃতিক শব্দ
তা বাইরের সব আওয়াজকে ঢেকে দেয়।
রাত্রে যখন এর ওপর লাল, নীল এবং গোল্ডেন কালারের
আলো পড়ে তখন দৃষ্টি অপলক হয়ে যায়।
এটি গঠিত তিনটি ফলসের সমাহারে।
আমেরিকার আমেরিক্যান ফলস ও
ব্রাাইডাল ভেল ফলস একধারে।
কানাডার হর্স সু ফলস,
সবচেয়ে উঁচ, অন্যধারে।
বিশাল এই ফলসে প্রতি সেকেন্ডে পঁচাশি হাজার কিউবিক ফুট
জল আছরে পরে।
পাহাড়ের গ্লেসিয়াররের জল গলে
এর প্রবাহ সৃষ্টি করে।
বিখ্যাত এই ফলসের সৌন্দর্য্য ছাড়াও
এটি বিপুল পরিমানে হাইড্রো-ইলেকট্রিসিটিও উৎপন্ন করে।
ক্ষমতা অনুযায়ী, এটি চার মিলিয়ন কিলো ওয়াট
জল বিদ্যুত তৈরী করতে পারে।
মানুষের ঢল নেমে যায়
নায়েগ্রা ফলস দেখতে।
আামেরিকার নিউইয়র্ক বা কানাডার অন্টারিও থেকে
যেতে হবে এর দেখা পেতে।