• স্বপ্নের রূপকথা
    Poetry

    স্বপ্নের রূপকথা

    Audio File: Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita রূপকথা হয় রাজা, রানি        আর দৈত্যের গল্প দিয়ে। এটি যে এক সত্যি কাহিনি       এক বাঙ্গালীর জীবন নিয়ে। একটি শিশু বড় হয়          তার মধ্যবিত্ত জীবনে। স্বপ্নে দেখে নানান ছবি          সে তার ছোট্ট ভুবনে। সবাই বলে, পড়াশুনা করে বড় হয়ে           ভাল চাকরি পেতে হবে। তবেই হবে সার্থক জীবন           ভাল রোজগার করতে হবে। ছোট্ট শিশু বড় হয়          পৌঁছোয় সে কৈশোরে। পড়াশুনা, থেলাধুলা আর        তার স্বপ্ন লালান করে। বড়রা বলে- পড়াশুনা করো, বড় হও       অন্য সবকিছু তোমার অবসরে। নইলে যে ভবিষ্যত গন্ডগোল       ভাল চাকরি আর রোজগার অন্ধকারে। ব্রাহ্মণ পরিবারে জন্ম তার        …