-
|| চিন্তা করে কাজ করা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Chinta kore kaaj kora ʼবাবা এ চলবে নাʼ, ʼএকে হটাওʼ। দেখ আমার মনে হচ্ছে, এ বলছে, ʼআমাকে বাঁচাওʼ। ʼনা বাবা, এত স্লোʼ, ʼকোনোও কাজ হবে না একে দিয়েʼ। এই কথোপকথন কোনোও মানুষকে নিয়ে নয়, বাড়ীর ডেস্কটপ কম্পিউটার নিয়ে। ছেলের কথা, টেন-ফিফটি গ্রাফিক্স কার্ডে চলবে না। তাকে পালটে সিক্সটিন-সিক্সটি কার্ড না লাগালে কম্পিউটার ফার্স্ট হবে না। বাবা ছেলেকে বলে, পুরোনো কার্ডটা টিউন্ড হয়ে গেছে কম্পিউটারে। এটাকে চেন্জ করলে কোনোও আনফোরসিন প্রবলেমও হতে পারে। এর পর বেশ কয়েক মাস কেটে গেছে। কম্পিউটারও দিব্বি কাজ করে যাচ্ছে। একদিন ছেলে বলে, ʼবাবা সিক্সটিন-সিক্সটি কার্ডটায় বাগস…
-
|| রেডিও ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Radio কানু-মিনুর মা রেডিওটাকে এক আছার মারে, সেটা ভেঙ্গে যায়। রেডিওটা ভালই চলছিল সেটা একেবারে টুকরো টুকরো হয়ে যায়। কানু স্কুলে পড়ে, কিন্তু সে সার্কিট দেখে রেডিও করতে চায়। ওর একটা পাতলা বই আছে সেটা দেখে দেথে রেডিও বানানো যায়। রেডিও সাড়ানো কাকুর কাছে সে রেডিওর কম্পনেন্টগুলেো চিনেছে। এখন বাজার থেকে ওগুলো কিনে এনে ও অ্যাসেমব্লি করার কথা ভাবছে। বাবার কাছে টাকা নিয়ে ও গ্র্যান্ট স্ট্রীটে গিয়ে সব কম্পনেন্টগুলো যোগার করে। এবারে সেগুলো সারকিটে যা আছে সেই মতো সোল্ডার করে। পুরোনো রেডিওর স্পীকারের সঙ্গে কানেক্ট করে রেডিও বাজে। কানু খুব খুশি, তার নতুন…
-
|| একটি সৎ মানুষ ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Ekti Sat Manush ʼরতনকে আমার হʼয়েʼ, ʼএকশো সতের টাকা দিয়ে দিসʼ। এ কথা বলতে বলতে রামকিঙ্কর বাবু অ্যামবুলেন্সে উঠলেন। ভাইপোর সঙ্গে তিনি এখন হসপিটালে যাচ্ছেন। পাড়ার ডাক্তার ওনার বুকের ব্যথা পরীক্ষা করে ইমিডিয়েটলি হসপিটালে যাবার পরামর্শ দিয়েছেন। অ্যামবুলেন্সে বুকের যন্ত্রণা নিয়ে ক্ষীণ গলায় বললেন ভাইপোকে, ʼআমি ফিরবো কি ফিরবো না ঠিক নেইʼ, ʼমাছওলার বাকী টাকাটা দিতে হবেʼ।
-
|| পৃথিবীর ছাতে পাঁচজন ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Prithibir Chate Panchjon কʼদিন আগে পাঁচজন মানুষ পৌঁছোল পৃথিবীর ছাতে। এটি কিরগিজস্থান, তাজিকিস্তান ও আফগানিস্তানে পামির মালভূমিতে। এই পৃথিবীর ছাত একটি বিশেষ বিখ্যাত অঞ্চল। অনেকগুলি পর্বতমালার এখানেই উৎপত্তিস্থল। এখান থেকেই হিমালয়, আফগানিস্তানের হিন্দুকুশ ও চীনের কুনলুনের উৎপত্তি হয়। মাউন্ট উচিটেল শৃঙ্গও এখান থেকে যাওয়া যায়।
-
।। জম্বি ড্রাগ ।।
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Zombie Drug মানুষ হয়ে পরে জম্বির মতো এই যে ড্রাগ খায়। তাদের হাত-পা ফেটে গিয়ে রক্ত, মাংস আর পুঁজ বেরোয়। গরু, ঘোড়াকে ট্রানকুলাইজ করতে এটি ব্যাবহৃত হয়। জাইলেজিন নামের একটি ওষুধ দিয়ে এই জম্বি ড্রাগ তৈরী হয়। এটি খেয়ে কিছুদিন আগে নʼজন মারা গেছে। সব জেনেও মানুষেরা জম্বি ড্রাগ খেয়ে যাচ্ছে।
-
|| ব্রেন কম্পিউটার ইন্টারফেস ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Brain Computer Interface ব্রেন কম্পিউটার ইন্টারফেসে মানুষের ব্রেনের সঙ্গে, কম্পিউটার বা মোবাইল লাগানো হয়। কম্পিউটার ইন্টারফেস দু রকম হয়। একটির নাম ইন্টেনলিভ ইন্টারফেস। অন্যটির নাম নন-ইন্টেনলিভ ইন্টারফেস। ইন্টেনলিভ ইন্টারফেসে একটি কম্পিউটার চিপ অপারেশন করে ব্রেনে লাগানো হয়। নন-ইন্টেনলিভ ইন্টারফেসে কিছু যন্ত্র মাথায় পড়ে নিতে হয়। ইন্টেনলিভ ইন্টারফেসে পারকিনসন ডিমেনশয়া ও অ্যালঝাইমার্সের নিরাময় হয়।
-
|| ছোট্ট কবিতা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Chotto Kabita কবিরা সব মনটি খুলে একশো লাইন কবিতা লেখে। রসকষহীন কবিতা হʼলে তেঁতো খেতে কার ভালো লাগে। কবির ছবি দেথতে তোমায় একশো লাইন পড়তে হবে। এ আই-এর যুগে সময় কোথায় অফিসে আবার যুদ্ধ করতে হবে। ছোট্ট করে আঁকা ছবি দেখতে সবার ভালো লাগে। কবির মনের আঁকা ছবি চট করে বোঝা যায় যে। তাই ছোটুর ছবি হারিয়ে দেবে বড়ুকে করবে এলেবেলে। বড় কবিতা পড়বে সবাই উইক-এন্ডে সময় পেলে।
-
|| বেকার ছেলে ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Bekar Chele সবাই বলে বেকার ছেলে কাজের নাগাল পাওনা বলে। কাজের নাগাল পাওনা তুমি কারণ তুমি আগেই ভাব পাবেনা বলে। ব্যর্থতার শোকটি ছেড়ে নিজের জমী শক্ত করো। মন থেকে তোমায় ভাবতে হবে এ কাজ তুমি করতে পারো। ʼআমি পারিʼ – এই ধারণা মনের চিন্তায় বদ্ধমূল করো। কাজটি শিখে নিয়ম মতো তুমি যখন চেষ্টা করবে। কাজের হদিশ নাগালে তোমার এক্কেবারে এসে যাবে। বেকারত্ব ঘুচবে তোমার মুখে তোমার হাসি ফুটবে। নিজের মনে করবে সে কাজ সবাই তোমার প্রশংসা করবে।
-
|| মন ভালো করে ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Mon Bhalo Kore মন ভালো করে চলোরে সবাই। মন ভালো হলে কাজ ভালো সদাই। চিন্তামুক্ত, হাসি খুশি মনে যা হয় কাজ, তাতে মন আরও ভালো হয়, সে আরও খুশি হয় আজ। তাই ফলস্রুতির চিন্তা ছেড়ে, মানুষ যখন কাজটি করে, খুশি মনে যে কাজটি হয়েছে তা সার্থকতার পথটি ধরে।
-
|| ভগবান ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Bhagaban যুগ-যুগান্ত ধরে মানুষ সাধনা করে কিভাবে, কবে তাঁকে পাবে। দিনের কাজ, রাতের ঘুম, সব ছেড়ে উন্মাদের মতো সে এই চিন্তায় মাতে। জীবনের সব সুখ ছেড়ে এটাই তার সুপ্ত আশা। কবে যে তার আসবে ভগবানের ভালোবাসা। মানুষ যদি তার নিজের ভালো করতে গিয়ে পরের ভালোও করতে পারে, কোনোও মানুষকে দুঃখ না দিয়ে নিজের কাজ করতে পারে, তবে একদিন সে পাবেই দেখ সেই অপার্থিব স্পর্শ দুহাত ভরে।