• ।। পজিটিভ মাইন্ড সেট ।।
    Hot Topics,  Poetry

    ।। পজিটিভ মাইন্ড সেট ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Positive mind set আরে বাংলা কবিতায়             ইংরেজি কথা কেন? ভাবলাম, এটাই বোধহয় ঠিক              এটাই ঠিক যেন। আমরা কথা বলি        ইংরাজি কথা মিশিয়ে মিশিয়ে। বাংরেজি এখন বাংলা কথা            ইংরেজি চিবিয়ে চিবিয়ে। অঙ্ক নিয়ে পড়াশুনা আমার             তাই পজিটিভ মানেটা জানি। যত গন্ডগোল নেগেটিভ আর জিরো নিয়ে                    এ কথাটাও মানি। পরীক্ষার মার্কস, খেলার রেজাল্ট              পজিটিভ সংখা সবাই চায়। চিকিত্‌সায় কিছু টেস্ট পজিটিভ                সেটা মোটেই কাম্য নয়। পজিটিভ লেখা চাই       চাই পজিটভ কথা বলা। পজিটিভ কাজ করা       দিনে পজিটিভ নিয়ে চলা। ইমেল, মেসেজে ʼনাʼ কথাটি ছাড়া         ʼনাʼ কথাটি ছাড়া কথা বলা। নেতি বাচক…

  • ।। চিন্তা কোরো না ।।
    Poetry

    ।। চিন্তা কোরো না ।।

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita Chinta koro na চিন্তা কোরো না। মনের চিন্তা দূরে রাখ       থাকো হাসি খুশি ফুরফুরে। মনটা যদি শান্ত থাকে           শরীর হবে ঝরঝরে। চিন্তা কোরো না। চিন্তা কোরো না। ছেলের চাকরি, মেয়ের বিয়ে           ঠিক সময়েই হবে। শান্ত মনে কাজ করে যাও            সময়ে সব পাবে। চিন্তা কোরো না। চিন্তা কোরো না। ইউটিউবের সাবস্কাইবার           বাড়লো না তো আজ। দুঃশ্চিন্তা ছেড়ে তুমি            করতে বসো কাজ। চিন্তা কোরো না। চিন্তা কোরো না। নাতির পরীক্ষার ফল কেমন হবে।           সেই চিন্তায় প্রাণ অতিষ্ট? দেখ নাতি কি করছে                        মনে রেখ না কোনোও কষ্ট। চিন্তা কোরো না। চিন্তা কোরো না। গুরুদেবের প্রয়াণে…

  • ।। নাইট রাইডার্স বনাম গুজরাট খেলা ।।
    Poetry

    ।। নাইট রাইডার্স বনাম গুজরাট খেলা ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Knight Riders Vs Gujrat Match আজ ইডেনে গুজরাট ম্যাচ       আগেরটাতে রিঙ্কু ম্যাজিক ছিল। এ ম্যাচটাও জিততে হবে                 সবাই এটা বলো। কলকাতার নিজের মাঠে                আছে অনেক হিরো। নাম করি কার – রয়, নিতীশ, রিঙ্কু      আর সবাই করবে গুজরাটকে জিরো। তিন স্পিনারের ঘূর্ণি বলে      গুজরাট ব্যটাররা চোখে দেখবে অন্ধকার। কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ায়             ইডেন করবে চিত্কার। রাসেল মাসল খোলস ছেড়ে              বেড়িয়ে মারবে ছক্কার পর ছক্কা। বাকী কাজ নারিণ দেখাবে              গুজরাট হবে ফক্কা। শাহরূখ খান থাকলে মাঠে                  ব্যাপারটা হবে বেস্ট। শুভমন গিলকে ʼপাঠানʼ নাচটা শিখিয়ে দিতে                   দেখিয়ে দিয় স্টেপ।

  • ।। স্বপ্ন ।।
    Poetry

    ।। স্বপ্ন ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Swapno স্বপ্ন দেখলে         কেমন স্বপ্ন? সুখ স্বপ্ন,       না দুঃস্বপ্ন? ঘুমের মধ্যে স্বপ্ন দেখি               কখনও জেগে জেগে। ডাক্তারবাবু বলে খাবার হজম না হʼলে                               পেটে বায়ু জমবে বেগে। কালকে দেখি, মামার, পিসির, মাসির বাড়ী                          সব বাড়ীই আমার বাড়ীতে। রান্না করছে মা আমার                               ইয়া বড় হাঁড়িতে। স্বপ্নের গতি অনেক বেশী                    আলোর বেগের থেকে। এক মিনিটে ভারত থেকে আমেরিকা               পৌঁছাই মেয়েকে দেখতে। ভোম্বলদার সেই থাপ্পর              ঘনার এখনও মনে আছে। স্বপ্নে দেখে ঘনা সবাই মিলে ভোম্বলদাকে পেটাচ্ছে। অনেকে বলেন, সকালবেলায় স্বপ্নটা                  সত্যি হয় সব সময়েই। শূন্য পাওয়া হাবলু দেখে              অঙ্কে একশো পেয়ছে…

  • ।। শখ ।।
    Poetry

    ।। শখ ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Sokh শখ আছে নানান জনের             নানান রকম শখ। গাড়ী চালানো নেশা করোর            কারোর বকবক। বচিক শিল্পের শেষ কি আছে       আবৃত্তি, নাটক কিম্বা হাসির কথা বলা। নাচ করা, গান করা              আর নানান রকম খেলা। কবিতা আর গল্প লেখায়             কারও আছে দিনটি জুড়ে। ছবি এঁকে দিনটি কাটে             কারও আবার বিদেশ ঘুড়ে। কুকুর পোষা, বিড়াল পোষা             কেউ করছে বাগান। শরীর চর্চা, ম্যারথন দৌড়              কেউ ব্যস্ত নিয়ে তান। আচ্ছা, শখ কেন হয়             ভাবি কেন? কিছু না পারার কারনে              ইচ্ছার উদ্রেগ জেন। গান গাইতে জানে           কিনতু গায় বাথরূম সঙ। ওটা পুরো শেখা…

  • ।। কাজ ।।
    Poetry

    ।। কাজ ।।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Kaaj কাজ তো সবাই করে জানি              আমিও করি কাজ। এক ছেলেকে দেখেছি আমি              তার কথা বলি আজ। হরির ছেলে গোপাল                 কাজে এসেছে বাবার। রঙের মিস্ত্রি হরি              অনেক দিনের কাজ তার। ছেলেকে শেখায়             কাজ করবে এমন। যা শুধু তোমার নয়             হবে সবার মনের মতন। মানুষের সব কাজ           একদিনে তো শেষ হয়না তারা। ভাল কাজ করলে পরে              ডাকবে সারা পাড়া। তাই শুধু নয় ছেলে               কাজটা এমন করবে যাতে সবটুকু যেন শেষ হয়            অন্য কাঊকে ডাকতে না হয় তাতে। গোপাল একদিন বড় হয়                         সবাই ডাকে গোপাল মিস্ত্রিকে। রঙের  কাজটা ছেড়েছে হরি                                 সবটাই এখন…

  • ।। ফিরে  দেখা জীবন  l।
    Poetry

    ।। ফিরে দেখা জীবন l।

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita Mon Kharap মন ভাল নেই মনটা খারাপ।            কি যে করি এখন। শরীরটাও তো কেমন কেমন            বুড়ো মানুষের মতন। বুড়ো মানুষ নই তো আমি             বয়স পেরোলো সত্তর। এই তো সেদিন স্কুল পেরোলাম              এক্ষুনি এই মাত্তর। স্কুল পেরিয়ে কলেজ গেলাম               অঙ্ক নিয়ে পড়তে। শেষ করে তা ইউনিভারসিটি            আরেকটু বেশী জানতে। এসব করে ভাবতে বসি            কি করা যায় এখন। ডক্টরেটা করলে কি           চাকরি পাব মনের মতন। মনের টানে কম্পিউটার সায়ান্সে               পড়াশুনা শুরু করি। শেষ করে তা ইউনিভারসিটির              অধ্যাপনায় হাতে খড়ি। শুরু হয় এরপর কম্পিউটার সায়ান্সে               পি এইচডির কাজ। একমাএ ছেলের দায়িত্বে        চাকরি দরকার…

  • || আই পি এল ২০২৩ – অবিশ্বাস্য রিঙ্কু মহারাজ ||
    Poetry

    || আই পি এল ২০২৩ – অবিশ্বাস্য রিঙ্কু মহারাজ ||

    Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita IPL 2023 – Unbelievable Rinnku Marharaj আই পি এলের খেলা জমে                   বছরে একবার। এবার আবার নিজের দেশে                                    জমবে না আবার ? নয়ই এপ্রিল মোদি স্টেডিয়ামে                    খেলা গুজরাট বনাম কলকাতার । সবাই জানে গুজরাটের কাছে                                    আজ নিশ্চিত হার । রেষারেষির চলছে লড়াই                                  ব্যাট করছে গুজরাট দল । শুভমন গিল আঊট হতেই                                   কলকাতার দিকে গেল ফল । এর পরেতেই সুদর্শন আর বিজয়শংকর                                        করে ব্যাটে পন্চাশ পার । দুশো চার রান করে গুজরাট যখন থামে                              সবাই ভাবে কলকাতার হার । ভেঙ্কটেশের বিরাশি রান                         আর পঁয়তাল্লিশ করে নিতীশ । এরপর রশিদ খানের হ্যাটট্রিকে                                কে কে আরের সব শেষ ।…

  • ।। পাথর ।। Stone
    Poetry

    ।। পাথর ।। Stone

    Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita একটা নয়,দুটো নয়             এতো পাথর বইছো কেন? কষ্ট হবে, হাঁপিয়ে যাবে             বসে পড়তে হবে জেন। কোথয় পাথর, নেই তো পাথর             ঘরের মধ্যেই বসে আছি। মন ভাল নেই, বেঠিক শরীর              ওষুধ খেয়েই যেন বাঁচি। সবাই চায় মসৃন পথ              সহজ করে হাঁটতে। এবড়ো খেবড়ো পথে তোমায়              হোঁচট খেতে হচ্ছে। রাস্তা তোমার নিজের করা               অন্য কেউ তো দেখায়নি। নিজের রাস্তা নোংরা করতে               একটুও তো বাধেনি। সরাও পাথর, আবর্জনা                সড়াও তোমার রাস্তা থেকে। মসৃন পথ করতে পারো                যদি তোমার ইচ্ছে থাকে। দুঃশ্চিন্তার পাথরগুলো                নিজের বোঝা করছে বড়। গীতার বাণী মনে করে                ফলের…