||হ্যারি পটার ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Harry Potter
হ্যারি পটার বাঙালী সাজে
করছে ভুবন মাত।
নতুন লুকে পুরোনো সব কাজ
করে যাচ্ছে আজ।
এ আই-এ তৈরী পোষাকে
হ্যারি দারুন মানানসই।
অন্য সবাইও চেন্জ করেছে
হ্যারির পোষাকের মতোই।
ঝাঁটার পিঠে আকাশ ভ্রমন
কিম্বা পাহাড়ে ওঠার যাদু।
মানুজন এসব দেখে
আবার হচ্ছে কাবু।
তরোয়াল নিয়ে যুদ্ধ করা
কিম্বা আগুনের গোলা ছোঁড়ায়,
ভিলেনরা সব কুপোকাত
হচ্ছে হেলা ফেলায়।