|| হোয়াটঅ্যাপে এক চার তিন দুই ||
Poetry

|| হোয়াটঅ্যাপে এক চার তিন দুই ||

Audio File

Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita

Whatsapp e 1432

হোয়াটঅ্যাপে একটি ছেলের সঙ্গে

      একটি মেয়ে চ্যাট করছে।

কথাগুলো চলছে

        সব কোড ল্যাঙ্গুয়েজে।

ছেলেটি লিথলো,

         এক-চার-তিন।

মেয়েটি উত্তর দিল,

         এক-চার-তিন-দুই।

বুঝলেন কিছু?

         আমিতো বুঝিনি।

এক-চার-তিন মানে

          আই লাভ ইউ।

আর এক-চার-তিন-দুই মানে

          আই লাভ ইউ টু।

তেমনি বি এ ইউ মানে

      বিসনেস অ্যাস ইউজুয়াল।

এল ও এল মানে

        লাফিং অউট লাউডার।

শেষে আমি বলি,

       ʼটি ওয়াইʼ, থ্যাঙ্ক ইউ।

LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with our latest poetry and stories 😎

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *