
|| হাসতে ভুলে গেছেন ? ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Haste Bhule Gachen
আমি তো হাসতে ভুলে গেছি
কত দিন কে জানে?
কেন হাসবো এ কথার
উত্তর কি আছে মনে?
হাসির কথা হলে
হাসি পেতে পারে।
কিন্তু কে বলবে হাসির কথা
যাতে হাসির উদ্রেগ হতে পারে?
ছোটোবেলায় কথায় কথায়
মুখে আসতো হাসি।
তখন চোখে থাকতো অপার জিজ্ঞাসা
আর মনে থাকতো হাসি।
সবার মতো আপনি, আমি, আমরা সবাই
হাসতে ভালবাসি।
তাও আমরা সুকুমার রায়ের
ʼরাম গড়ুড়ের ছানাʼর মতো আছি।
লাফিং ক্লাবের লোকেদের
অনেকের অনেক দুঃখ থাকতে পারে।
তবু তারা একটা সময়ে
সবাই মিলে এসে হাসা প্রাকটিস করে।
মনটা ভারী কেন?
কি আছে ঐ ভারে?
নানান সমস্যা, নানান না পাওয়ার দুঃখ
এসবই ঠেসে ভরা?
সমস্যাগুলো যদি এক জায়গায় লেখা যায়
আর দুঃখগুলো যদি বাদ দেওয়া যায়,
তাহলে বোধহয় ভার
অনেকটা পরিস্কার হয়ে যায়।
সমস্যাগুলো যা নিজের হাতে
সেগুলো প্লান করে ঠিক করা যেতে পারে।
যেগুলো নিজের হাতের বাইরে
সেগুলো সত্যিই ভুলে যাওয়া যেতে পারে।
তাহলে মনটা ফাঁকা হলো তো?
মনের মধ্যে ঢেঁড়া পিটিয়ে বলুন,
মনটা ফাঁকা হলো, মনটা ফাঁকা হলো
মনটা ফাঁকা হলো।
এবারে মনে মনে হাসির কথা ভাবুন।
মন পুরোটা
হাসির আইটেমে ভর্ত্তি।
দেখুন এবারে কত হাসি আসছে
আর মনে কত ফুর্তি।

