|| স্বামী বিবেকানন্দের মতে মনঃসংযমের উপায় ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Swami Vivekanander Mote Mononsanjamer Upay
স্বামী বিবেকানন্দ বলেছেন,
মন যত পবিত্র হবে,
মনঃসংযম করতে পারা
তত সহজ উপায়ে হবে।
মনকে পবিত্র করতে
বাসনা ও আবেগকে সংযত করতে হয়।
অসংযত বাসনা ও আবেগ
পরশ্রীকাতরতা, ঘৃণা, ক্রোধের জন্ম দেয়।
এছাড়া ঈর্ষা, লোভ, মোহ
এগুলিও তার প্রকাশ পায়।
সেক্ষেত্রে মানুষের মনঃসংযম
প্রায় অসম্ভব হয়ে যায়।
তাই যারা মনকে পবিত্র রেখে
জীবন নির্বাহ করে,
তাদের ক্ষেত্রে মনঃসংযম
সহজে হতে পারে।