|| সোনার সংসার ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Sonar Sansar
এক সাধারণ মেয়ে অপরাজিতা,
প্রাইমারী স্কুল টিচার।
ছাত্র-ছাত্রীদের কাছের মানুষ
ভালবাসা তার অপার।
অন্য টিচাররাও পছন্দ করে তাকে
কাজের ধরন দেখে।
কোনও টিচার না এলে
তার ক্লাস নেয় একটু বেশী থেকে।
শ্যামলা রঙের চেহারা হলেও
পাড়াতেও খুব পপুলার।
ঝামেলাতে পড়লে সবাই
আসে সাহায্য নিতে তার।
মাইনের টাকা কম হলেও
কারো দরকারে দেয় সে টাকা।
জানে মাস-শেষে মুস্কিল হবে
হাত যে হবে ফাঁকা।
যে স্কুলে পড়ায় সে
সেটি হʼল সরকারী।
অনেক গরীব ছেলেমেয়ে পড়ে
যাদের বাবা-মা করে মজদুরি।
সবাই কে সে ক্লাসে বলে থাকে
তুমিও হʼতে পার চ্যাম্পিয়ন।
পড়াশুনা কর মনের খুশিতে
ভেবনা শুধু এক্সজামিনেসন।
স্কুল স্পোর্টসে সব কাজে সে
এগিয়ে আসে সব সময়।।
ছেলেমেয়েদের উজ্জীবিত করে সে
পুরস্কারে তাদের হাত ভরে যায়।
সরস্বতী পুজোর আলপনা দেওয়া
এটা তারই কাজ।
অন্য সব কাজের তদারকি দেয় সে
ছেলেমেয়েদের আজ।
মায়ের সঙ্গে থাকে সে একটা
ছোট্ট টালির বাড়ীতে।
পরিপাটি করে সাজানো সবকিছু
শ্রী আছে ওই ঘরটিতে ।
ছোট্ট ঘরে থেকেও যে তার
সোনার সংসার।
শান্তি নিয়ে সে হাসি মুখে চলে
অপরাজিতা নামটি য়ে তার।