
|| সিঙ্গেল হওয়ার জ্বালা ||
Single howar Jwala
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
ʼঅফিসে চলে এসʼ
ʼকালকে সকালেʼ।
রোহিতের বস
রোহিতকে বলে।
ʼস্যার কালকে আমার একটাʼ
ʼইমপর্ট্যান্ট কাজ আছেʼ।
ʼআপনি বরং পূর্ণিমাদিকে বলুনʼ,
ʼসকালে চলে আসতেʼ।
ʼনা ওর ছোট বাচ্ছা আছেʼ,
ʼএত দেরী করে বলা যায় না ওকেʼ।
ʼতুমি ব্যাচেলর ছেলেʼ,
ʼতোমাকে যখন তখন বলতে পারিʼ।
ʼস্যার, আমি ব্যাচেলর বলে আমাকে আসতে হবেʼ?,
ʼআমার কাজটাও তো খুব দরকারীʼ।
এরপরে রোহিতের সঙ্গে
বসের অনেকক্ষণের কথা কাটাকাটি।
যার সমাপ্তিতে শেষ হʼল
ব্যাচেলর ছেলেটির চাকরীটি।

