|| সিঙ্গেল জলদা, একা কষ্টে আছে ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Single Jalda, eka Koshte Aache
জলদা একটা গন্ডার
একটি চিড়িয়াখানায় আছে।
জলদাপাড়ায় তার জন্ম
তাই জলদা নাম হয়েছে।
ভাবভঙ্গিতে তার
কষ্ট বোঝা যাচ্ছে।
আগে সে জু-কিপারদের সঙ্গে
খেলা করেছে।
এখন খেলা বন্ধ করে
সঙ্গিনীর খোঁজ করছে।
চিড়িয়াখানার কতৃপক্ষ চেষ্টা করছে
তার সঙ্গিনী খুঁজে পেতে।
জলদাপাড়া বা গরুমারা থেকে
কʼদিন পরে আসরে সে।