
|| সময়ের দাম ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Samayer Dam
কথায় বলে, সময়ের দাম
সোনার থেকেও বেশী হয়।
সময় চলে গেলে যে কোনও কাজ
সেই কাজ পন্ড হয়ে যায়।
প্লেন ছাড়ার নির্দিষ্ট সময়ের মধ্যে
চেক ইন না করে প্লেনে ওঠা যায় না।
মানুষের জীবনী শক্তি যখন থাকে
তখন সঠিক কাজ না করলে জীবনে জয় আসে না।
ঠিক সময়ে বাগদত্তাকে না বলায়
মেয়েটি আত্মহত্যা করে, ছেলেটি পাগল হয়।
জীবনের সঠিক সময়ে ভুল সিদ্ধান্তে
জীবন হেরে যায়।
মানুষের জীবনের পথ
অসমান উঁচুনিচু হয়।
সেই পথে হোঁচট খেতে হয়,
কখনও কখনও মুক থুবরে পড়তে হয়।
মনে পজিটিভিটি চিন্তা থাকলে
পড়ে যাওয়া মানুষ উঠে, আবার ছোটে।
ঠিক সময়ে ডাক্তার অপারেশন করে
এক মৃতপ্রায় মানুষ স্বাভাবিক হয়ে ওঠে।
তাই ঠিক সময়ে ঠিক কাজ
করতে হবে।
জীবন সার্থকতায়
পরিপূর্ণ হয়ে যাবে।

