
|| সত্যি ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Satyi
জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা
অনেক সত্যি-মিথ্যের বেড়াজালে পড়ি।
সত্যের পথটা সুগম হয়না অনেক সময়
তাই আমরা মিথ্যার জালে জড়িয়ে পরি।
সহজ পথে হাঁটতে গিয়ে যে ভুলটা হয়
সেটার প্রকোপ পরে বুঝতে পারি।
তাই সত্য সুন্দরের পথে গেলে, সাময়িক কষ্ট নিয়েও,
এক উজ্বল ভবিষ্যতের দিকে যাত্রা করি।
মিথ্যা দিয়ে গড়া সেই সুখের তরী
পাপের ভারে একদিন ডুবে যায়।
আর সেদিনের সেই দুঃখের তরী
ভবিষ্যতে সুখের পথে পারি দেয়।

