|| শ্যামল, রাধিকা ও স্বপ্নার গল্প – তিন ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
A story of Shyamal, Radhika & Swapna -3
পঞ্চভূত – স্বপ্নার কথা
স্বপ্নার বাড়ীর খবর
বলি এবার।
পাঁচজন মানুষের পঞ্চভূজের এতই সমন্বয়
যে এটা সবার শেখার।
পঞ্চভূজের মধ্যমণি
বড় মেয়ে স্বপ্না।
বাবা-মায়ের সঙ্গে থাকে ছোট ছেলে দীপক
আর ছোট মেয়ে রত্না।
পাঁচ জনের এই সংসার
এ কথা সবাই জানে।
য়ে যার কাজ করে যায় এখানে
ঝগড়ার প্রবেশ নিষেধ এখানে।
বাবার আছে মুদির দোকান
ভায়ের চাকরী কারখানায়।
হসপিটালের নার্স রত্না
মায়ের পছন্দ ঘরকন্যায়।
স্বপ্না করে
শাড়ীর ব্যাবসা।
শাড়ী আসে নানান জায়গা থেকে
স্বপ্নার কাজ সেগুলো বিক্রি করা।
শ্যামল একদিন বাড়ী থেকে বেরিয়ে
পার্কে বসে আছে।
ব্যাবসা নিয়ে কারো সঙ্গে কথা বলার থাকলে
স্বপ্না এই পার্কে চলে আসে।
সেদিন স্বপ্না একজনের সঙ্গে কথা বʼলে
বাড়ী ফিরে যাচ্ছে।
এমন সময় সে শ্যামলকে দেখে বলে,
ʼআপনি রোজ আসেন, সমস্ত দিন বসে চলে যানʼ।
ক্লিষ্ট শ্যামল শুনে
প্রথমে একটু থতমত খেয়ে যায়।
তারপর বলে, ʼআপনি কেʼ?
ʼআপনাকে তো ঠিক চিনতে পারলাম নাʼ।
ʼআমি স্বপ্না, কাছেই থাকিʼ,
ʼকাজের জন্য এখানে প্রায়ই আসিʼ।
এরপরে দুজনে অনেক কথা বলে
তারপর দুজনেই বাড়ী ফিরে যায়।
পরদিন আবার দুজনে
কথা বলতে আসে এখানে।
স্বপ্নার ভবিষৎ পরিকল্পনা শুনে শ্যামল ঠিক করে
দুজনে একসঙ্গে কাজ করতে হবে।
এরপর ব্যাঙ্কে এপ্লিকেসন, ব্যাঙ্ক লোন,
প্রজেক্ট এক্সেকিউসন সারে।
একটার পর একটা কাজ শেষ করে
প্রোডাকসন শুরু করে।
একসঙ্গে দুজনে কাজ করে
এতটাই কাছাকাছি এসে যায়
যে তারা প্ল্যান করে
এবারে দু-বাড়ীতে জানাতে হবে।