
|| শিশুর চোখের জোর ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Eye-sight of a child
ছোট্ট শিশু জন্মানোর পর বাবা-মার
তাকে নিয়ে নানান চিন্তা থাকে।
একটি চিন্তা হোলো শিশুটি কি
চোখে ঠিকমতো দেখে?
শিশু জন্মানোর সময়ে
তার চোখে প্লাস পাওয়ার থাকে।
ক্রমে সেটি কমতে কমতে
জিরো পাওয়ার হয়ে যায়।
কারো কারো ক্ষেত্রে সেটি বেশী কমে
নেগেটিভ পাওয়ারে গিয়ে দাঁড়ায়।
কিছুদিন চশমা পড়লে
সেটি অনেক সময় ঠিক হয়ে যায়।
ছোটোরা অনেক সময়
ভুরু কুঁচকে দেখে।
আবার কারো কারো সাদা বা কালো বোর্ডে
লেখা দেখায় সমস্যা থাকে।
এসব কারণে শিশুটি পড়াশুনায়
পিছিয়ে পড়ে।
কখনও চোখে ব্যথা, জল পড়া, ট্যারা হয়ে যাওয়া,
মাথা ঘোরা – এসব ঝামেলায় পড়ে।
কোনোও শিশুর আবার লেখার সময়
উঁচু-নিচু মনে হয়।
এর কারন, দু চোখের পাওয়ারে
যদি চারের বেশী ফারাক হয়।
চশমার দোকানে তৈরী লেন্স
ঠিক পাওয়ারের না হওয়া,
বা চশমার ফ্রেমে নাক বা
কানের পাশে সমস্যা হওয়া।
যে কোনোও অসুবিধায়
চিকিৎসকের পরামর্শ নিন।
চোখ বিধাতার দেওয়া এক অমূল্য সম্পদ
সেটি ঠিক রাখতে বিশেষজ্ঞকে দেখান।

