।। রেসের ঘোড়া ।।
Race er Ghora
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
রেসের ঘোড়া এগিয়ে চলে
যেমন জকি লাগাম টানে।
ঘোড়ার কাছে অজানা যে
ছুটছে কেন, কিসের পানে।
জকি জানে জিতলে রেসে
আসবে অনেক টাকা।
ঘোড়াও পাবে ভাল খাবার
আর আদরটা তো পাকা।
আমরাও তো ছুটছি সবাই
জানিনা কোন পথে।
অসত জকি চালায় যখন
কষ্ট এসে জোটে।
লোভি প্রানের ইচ্ছা যখন
লোভের দিকে ধায়।
দুঃখ তার যে ফলস্রুতি
দুঃখই সে পায়।
মহত কাজে প্রাণ যখন
কষ্ট নিয়ে ফেরে।
জগত সংসারের জকি তখন
হাতটি এসে ধরে।