রাজা ও রানীর গল্প – চতুর্থ পর্ব
Poetry

রাজা ও রানীর গল্প – চতুর্থ পর্ব

Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita

ক্রমে দুজনের মন শান্ত হয়

                          কারন দুজনেই জেনেছে ট্রান্সফার হতে অন্ততঃ এক বছর  |

এদিকে দু-অফিসের কলিগরা জেনেছে

                                     পরস্পরের অনুরাগের খবর |

ক্রমে সেই খবর ছড়িয়ে পরে ওদের বসেদের কাছে

                               আর তারপর ওদের বাবা-মারাও জানতে পারে |

তাই দুদিকের বসেরা মিলে ঠিক করে

                               রাজাকে মুম্বাই পাঠাবে প্রোমোট করে |

নতুন এক প্রোজেক্টের কোঅর্ডিনেটর হয়ে

                                     রাজা মুম্বাই অফিসে জয়েন করে |

রানী যে প্রোজেক্টে ছিল

                              সেখানেই সে কনটিনিউ করে |

ওদের রোজই দেখা হয়

                         অফিসের কাজের পরে |

সেটা বেশীভাগ দিন একই সময়ে হয় না

                       তাই একজন অন্যজনের জন্য ওয়েট করে |

দুই কপোত-কপতির প্রেমালাপে

                          অফিসের কলিগরাও সঙ্গ দেয় |

তাই ডিনারটা রোজই

                     কোনও একটা হোটেলেই করতে হয় |

কিন্তু ক’দিনের মধ্যেই ওরা বোঝে

                        এমনি করে রোজ হোটেলে ডিনার চলবে না |

বাইরের স্পাইসি খাবার খাওয়া

                              আর এত সময় ন্স্ট করা ঠিক হচ্ছে না |

তাই তারা ঠিক করে

                         মাঝেমাঝে বাইরে খাবে |

অনান্য দিন নিজেদের মেসে

                       পছন্দের খাবার খাবে |

বেশ কয়েক মাস কাটে

                          এইভাবে কষ্ট করে |

এবারে ওরা ঠিক করে

                         একসঙ্গে থাকবে বিয়ে করে |

মাস ছয়েক পরে

                 ওরা বিয়ের দিন ঠিক করে |

দু-বাড়ীর আত্মীয়রা আসে

                   বিয়ের বাকী ব্যবস্থা করে |

এরপর ওদের ধুমধাম করে

                            মুম্বাই তে বিয়ে সম্পন্ন হয় |

আর আমার কথাটি শেষ করে

                               গল্পের নটে গাছটিও  মুড়িয়ে যায় |

LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with our latest poetry and stories 😎

We don’t spam! Read our [link]privacy policy[/link] for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *