যে কোনও কাজে জিততে পারা
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
মোহনবাগান হেরে গেল
উড়িষ্যার কাছে।
বিশ্বকাপের ফাইনালে হারলো ভারত
অস্ট্রেলিয়ার চাপে।
ওরা জিততে পারত ম্যাচগুলোতে
ভাবত যদি জিততে হবে।
হারব হারব মনটা পালটে
জিতব জিতব ভাবতো তবে।
কোচেরা সব ভুলে গেছেন
সাধারণ এই পেপ-টকটা নিয়ে।
বডি ল্যানগুয়েজ পাল্টে যেত
জিততে হবে মনে এ আশা রাখতে গিয়ে।
অস্ট্রেলিয়া খেলতে নামলো
আন্ডার ডগ হয়ে।
শুরু করলো টসে জিতে
আর ফিল্ডিংটা নিয়ে।
প্রতিটা চার আটকে যায়
ভারত বাউন্ডারী পায় না।
জান প্রাণ লাগিয়ে দিল
সেই ফিল্ডিং ভোলা যায় না।
অস্ট্রেলিয়া মনের জোর বাড়াতে থাকে
নিজেদের সেই অদম্য চেষ্টায়।
ভারত হাল ছেড়ে দিয়ে
এক এক করে উইকেট দিয়ে যায়।
একজনও কেউ ভাবলো না
আমাদের জিততে হবে।
তাই শামীর বলও হজম করে
অস্ট্রেলিয়া চার, ছয় মারতে থাকে।
পুরো টিমটা হতদ্যম হয়ে
হারার চিন্তায় হারতে থাকে।
পিচে স্পিনের সাহায্য না পেয়ে
নিজেদের দূর্বল ভাবতে থাকে।
ভাবতে ভাবতে হারতে বসা
হেরেও খুশি রানার্স মেডেল হাতে।
কি হারিয়েছি বুঝতে পেরে
রোহিত, বিরাট আড়ালে কাঁদতে থাকে।
কʼদিন পরেই টি টোয়েন্টি ম্যাচে
ভায়েরা জিতে দেখিয়ে দিল।
হোয়াইট ওয়াস হতে হতে
ম্যাক্সি একটা ম্যাচ বাঁচিয়ে দিল।
গতবছর আই পি এলে
নাইট ব়াইডার্স – গুজরাট ম্যাচ।
রিঙ্কু সিং ভেবেছিল, অসম্ভব কে সম্ভব করে
জিততে হবে আজ।
তাই শেষ পাঁচ বলে পাঁচটা ছক্কা মারে সে
বাজি রেখে নিঝের জান।
সেদিন তাকে চিনলো সবাই
আজ সে ভারতের দরকারী ব্যাটসম্যান।
কোনও কাজে জিততে গেলে
জিততে হবে বড় শত্রুর কাছে।
বড় শত্রুটা আর কেউ নয়
নিজের মনের মধ্যে বসে আছে।