
|| যন্ত্র-মগজে পথ চলা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Jantra-magage Path Chala
এটা একটা সত্যি ঘটনা।
গল্পের নায়কের বাড়ী নেদারল্যান্ডে
চীনে গেছিলেন সাইকেল রেসে।
সেখানে সাইকেল চালাতে গিয়ে
এক্সিডেন্টে পড়েন অবশেষে।
চীনের হসপিটাল জানায় তাকে
তার স্পাইনাল কর্ডে আঘাত লেগেছে।
তাই তার পা ও নিম্নাঙ্গ
পুরো প্যারালাইজড হয়ে গেছে।
চীনের মানুষের সাহায্যে তিনি
ফিরে যান নিজের বাড়ীতে।
চেনা-মানুষেরা হাসি মুখ দেখালেও
দেখতেন তাদের কাঁদতে।
অসহায় জীবন থেকে পালিয়ে,
যান এক নতুন বাড়ীতে।
চেষ্টা চলে ফিজিওথেরাপি ও
বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে।
হঠাৎ জানা যায়, সুইজারল্যান্ডে হিউম্যান ট্রায়ালে
এক নিউরো-সায়েনটিস্ট এরকম পেসেন্ট চান পেতে।
ইমেলে পাঠান উনি নিজের জন্যে
আর কনসেন্ট দেন যেতে।
এর পরে অপারেসনে মাথার মধ্যে
দুটি ইলেকট্রোড বসে।
আর হাঁটার জন্যে দু-পায়ে লাগে
দুটি চার্জেবল ইমপ্ল্যান্ড।
ব্রেন থেকে পায়ের নার্ভের সংযোগ
করা হয় এক ডিজিট্যাল ব্রীজ দিয়ে।
ছোট্ট একটা বাক্স পিঠে বসানো হয়
এক ডিজিটাল ডিকোডার বসিয়ে।
যেটা এ আই সফ্টওয়ার
ব্রেন-স্পাইন-ইন্টারফেস করে।
এভাবে মাথা থেকে ইম্পালসিভ মেসেজ
পাʼকে চালনা করতে পারে।
শেষটা মনের জোর আর চেষ্টা,
এটারই জোরে হাঁটতে পারা।
উইল পাওয়ারই শেষ কথা,
মানুষের সার্থকতায় ফেরা।
কিছু দিন আগে, লন্ডনে ʼউইংস ফর লাইফেʼ
অংশ নেন দৌড় প্রতিযোগিতাতে।
একশো গজ হেঁটে, তিনি জীবনের পথে চলেছেন
হারিয়ে প্রতিবন্ধকতাকে।

