|| মিউজিয়াম অফ ফেলিওর ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Museum of Failure
নিউইয়র্কে এই নামে
একটি মিউজিয়াম আছে।
এখানে অনেক ব্যর্থতার
প্রদর্শন করা আছে।
পৃথিবীতে বিভিন্ন বিষয়ে
যত রিসার্চ হয়,
তার বেশীরভাগ শেষ হয়
সেই ব্যর্থতায়।
কিন্তু ওই সব ব্যর্থতার সোপান দিয়েই
মানুষ সাকসেসে পৌঁছায়।
তাই যে মনস্তত্ববিধ এই মিউজিয়ামের সৃষ্টিকর্তা
তাঁর মন ছিল অন্য চিন্তায়।
কোনোও কোনোও মানুষ ব্যর্থতার সারনী দেখে
মনে করবে চেষ্টা আর চেষ্টা।
এটাই মূলমন্ত্র কোনও জন্ম দেবে
এক সার্থক প্রচেষ্টার।
বিভিন্ন কোম্পানীর ব্যর্থতার কাজ
এখানে দেখানো হয়েছে।
এই মিউজিয়ামের স্রষ্টা দাঁড়িয়েছেন
ব্যর্থতার পাশে।
এই মিউজিয়ামে সব ভিসিটররা
তাদের ব্যর্থতার কাহিনি লিখে যান।
এই মনস্তত্ববিধ বিশ্বাস করেন যে একদিন
কোনোও ইন্সপায়ার্ড ভিসিটর সার্থকতার কাহিনি লিখবেন।