মা দূর্গার এবারের আগমন ও গমন
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
By Which Vehicle Ma Durga is Coming & Going
মা দূর্গার এবারে আগমন
সবাই মিলে নৌকা চড়ে।
তাই বৃষ্টি হবে ভালই এবার
চাষও হবে বেড়ে।
সবার মজা এই পুজোতে
সবাই আনন্দে মাতে।
মায়ের প্রসাদ আর নানান খাবার
তাদের পাতে জোটে।
চারদিনের এই পুজোর মজা
বৃষ্টি হলেই মাটি।
পুজোয় আছে নানান কাজ
সঙ্গে খাটাখাটি।
পুজোর কʼদিন বৃষ্টি দিও না মা গো
একটু আধটু চলতে পারে।
এক বছরের অনেক প্ল্যনিং
মাঠে মারা যেতে পারে।
যদিও জানি এই বৃষ্টিতে
জমীর ফসল ভাল হবে।
তাতে মানুষেরই শান্তি হবে
চাষির মুখে হাসি ফুটবে।
তাই পুজোর চারদিন বৃষ্টি ছাড়া
অন্যদিনে বৃষ্টি হতেই পারে।
ভক্তদের এমনই ইচ্ছা
এতে তাদের আশা পূর্ণ করে।
ঘোটকে তোমার গমন আছে
তাই অনেক কিছু ছিন্ন ভিন্ন করে দেবে।
পৃথিবীতে অনেক পাপ বেড়েছে
কিছু পাপ এর ফলে বিনষ্ট হবে।
এক বছর পরে এলে
পৃথিবীর মানুষদের শান্তি দিও।
তোমার কল্যানময় আশীর্বাদে
মানুষের দুঃখ ঘুচিয়ে দিও।
একটি বছর পরে আবার
আসবে তুমি ছেলেমেয়েদের নিয়ে।
অনেক আনন্দ করবো আমরা
তোমাদের আবার পেয়ে।