|| মানুষ কি মঙ্গল গ্রহে থাকতে পারবে? ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Can human being reside in Mars?
মেরুন রঙের গ্রহটির
নাম মঙ্গল।
য়ে সব ধাতুর দেখা মেলে
মনে হয় আছে জল।
এর ব্যাসার্ধ প্রায় 3390 কিলো মিটার
সাইজে পৃথিবীর আদ্দেকের মতো।
এখান জেরোসাইট বলে এক পদার্থ মেলে
যা মধ্যে লোহা ও সালফার আছে।
বায়ুতে অক্সিজেনের পরিমান
খুবই কম।
কোনোও মানুষ যদি হাল্কা জামা কাপড়ে থাকে,
তার রক্ত ফুটতে থাকবে।
কারন বায়ুমন্ডলের চাপ এতই কম
চার্লস লʼ অনুযায়ী তাপমাত্রা বেশী হবে।
মার্সে এ পর্য্যন্ত আমেরিকা, রাশিযা ও চীন
রোবোট ল্যান্ড করিয়েছে।
ভারতের দু হাজার চব্বিশে
ল্যান্ডিংয়ের প্লান আছে।
স্পেস-এক্স দু হাজার চব্বিশে
মার্সের বায়ুমন্ডলের পরীক্ষা করবে।
মানুষ দু হাজার উনত্রিশে
বা তারপরে পৌঁছবে।
ভারতের এক ঊপগ্রহ মঙ্গলযান দু হাজার চোদ্দ থেকে
দু হাজার বাইশ পর্য্যন্ত পর্যবেক্ষন করেছে।
তারপর সেটার কোনোও খোঁজ নেই
সম্ভবত হারিয়ে গেছে।
মার্সে কোনোও প্রাণী থাকার
সম্ভাবনা খুবই কম।
ওখানে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা -81 ডিগ্রী ফারেনহাইট।
আর গরমকালে সর্বোচ্চ তাপমাত্রা 70 ডিগ্রী ফারেনহাইট।
মার্সে জমির দাম
একর প্রতি ত্রিশ ডলার।
বাড়ী করতে খরচ
দশ ত্রিলিয়ন ডলার।