|| মানুষ ও গাছ ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Human being & Plant
মানুষ বাঁচে গাছের সঙ্গে
কে বাঁচায় কাকে?
গাছ দেয় অক্সিজেন
আমরা কার্বন ডাইঅক্সাইড দিই তাকে।
কার্বন ডাইঅক্সাইড বিষ পরিবেশকে
নির্মল করে গাছ সেই বিষ শুষে নিয়ে।
তারপর সে তৈরী করে খাবার
সূর্যের আলো দিয়ে।
সেই গাছ বড় হয়ে
ফুল দেয়, ফল দেয় মানুষকে।
নিজের দেহটাকেও দিয় দেয় মানুষকে
তার খাবার তৈরী করতে।
মানুষ ফল খেয়ে
তার থেকে বীজ বার করে।
সেই বীজ আবার পোতা হষ মাটিতে
নতুন গাছ ওঠে মাটি ফুঁড়ে।
প্রাণ ফিরে পায় গাছ
মানুষের হাত ধরে।
এই বিবর্তন চলছে
যুগ যুগ ধরে।