|| মর্নিং ওয়াক ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Morning Walk
ʼবাটা মাছ কত করেʼ?
ʼকিলো আড়াইশো টাকাʼ।
ʼপাঁচশো দেʼ, মাছওলা বলে, ʼনা ছʼশো করে দিʼ,
ʼদেড়শো টাকাʼ।
ʼআচ্ছা দেʼ, আসলে জ্যান্ত মাছ দেখে
ইচ্ছা হলো কিনতে।
আধ ঘন্টা আগে বাড়ী থেকে বেড়িয়েছি
এসব কাজ ফেরার পথে।
তার আগে অবশ্য গরম জিলিপি কিনলাম
মিষ্টির দোকান থেকে।
হেঁটে যেটুকু ক্যালোরি কমলো
তার সবটাই যাবে এতে।
নিয়ম মেনে খাওয়া দাওয়া করলে
শরীর ঠিক থাকে।
তবে একটু-আধটু গন্ডগোল করলে
এক ঘেঁয়েমি কাটে এতে।
পার্কের ভেতরে ঢুকিনি আজকে
পাশ দিয়ে আসছিলাম।
দেখি বেশকিছু ছেলেমেয়েরা
পার্কের লেকে সাঁতার কাটছে।
গরম যা পড়েছে , জলে নেমে
সবাইকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে।
কোনোও এক বেঞ্চে এক প্রৌড় স্বামী-স্ত্রী
কিছুকথা বলাবলি করছে।
কিছু বৃদ্ধ-বৃদ্ধার দল
আলাদা আলাদা করে বসেছে।
মানে বৃদ্ধরা একদিকে
আর বৃদ্ধারা অন্যদিকে।
বৃদ্ধরা মনে হʼল পলিটিক্স নিয়ে
গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত।
ওদিকে বৃদ্ধারা বেশ হাসাহাসি করছে
কি নিয়ে তা বোঝা কষ্ট।
এই সব দেখতে দেখতে আর সকালের
রোদ্দুর গায়ে মেখে হাঁটছি।
মাছওলার কাছে মাছ কিনে
বাড়ীর পথে রওনা দিয়েছি।