|| মন ভালো করে ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Mon Bhalo Kore
মন ভালো করে
চলোরে সবাই।
মন ভালো হলে
কাজ ভালো সদাই।
চিন্তামুক্ত, হাসি খুশি মনে
যা হয় কাজ,
তাতে মন আরও ভালো হয়,
সে আরও খুশি হয় আজ।
তাই ফলস্রুতির চিন্তা ছেড়ে,
মানুষ যখন কাজটি করে,
খুশি মনে যে কাজটি হয়েছে
তা সার্থকতার পথটি ধরে।