
|| মন কি বলে? ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Mon ki bole?
মন তো বলে
সব সময় ভালো কাজ করে যাও।
মনের ইচ্ছা হয়
সবারই মনগুলো ভালো করো দাও।
কিন্তু বাস্তবের ঝামেলায় পড়ে
মনের ইচ্ছামতো কাজ তো হয় না।
মন বলে, এসব কোরোনা, এসব কোরোনা,
এটাই হয় তখন মনের বায়না।
মন যখন ভাবে,
এখন একটু মজা করলে কেমন হয়।
কিন্তু অনেক সময়েই
বাস্তবিক ক্ষেত্রে উল্টোপাল্টা হয়।
মন ভাবে, আজ সকালে
মর্নিং-ওয়াকে তাড়াতাড়ি ফিরে এলে হবেনা।
কিন্তু একটু পরেই বৃষ্টি শুরু হয়
মর্নিং-ওয়াকে যাওয়াই হয়না।
এমনি করে মনের চিন্তা আর বাস্তবিক কাজে
ফারাক থেকে যায়।
এসব থেকে মনটা চুপ করে থাকলেও
সেটা যে খারাপ হয়ে যায়।
আবার অনেক সময় মনের হিসেব মতো
বাস্তবের কাজগুলো হয়।
তখন খুশিতে মন উদাসী হাওয়ায়
পাখা মেলতে চায়।
মন উল্টোপাল্টা বায়না করলে
বুদ্ধি মনকে শান্ত করে।
মনকে বুদ্ধি বোঝায়, ওই কাজের ফল ঠিক হবেনা,
তাই সে তার বায়না ছাড়িয়ে হাল ধরে।
প্রকৃতির সৌন্দর্য্য যেখানে অপার
সেখানে শিশুমন আসে ফিরে,
মন প্রকৃতির সৌন্দর্যের উপলব্ধি নিয়ে
খুশিতে ওঠে ভরে।
প্রকৃতির ব্যাপকতা দেখে
মন নিজেকে দেখে ক্ষুদ্রাতি ক্ষুদ্রের মতো।
নিজের ক্ষমতা ও শক্তিকে দেখে
ধুলোকণার ক্ষমতা যত।
নদীর স্রোত বড় বড় বোল্ডারকে
বয়ে নিয়ে যায় অবলীলায়।
স্রোতের শক্তি দেখে মন আশ্চর্য্য হয়,
প্রকৃতির অসীম ক্ষমতায়।
তবে মনটা ভালো রেখে
যে শান্তিতে জীবন নির্বাহ করে,
পৃথিবীটা তার কাছে
স্বর্গ হয়ে পরে।

