
|| মনের শান্তি ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Peace of Mind
মানুষের জীবনে সুখ, দুঃখ আর আনন্দ
সবই আছে।
এই নিয়েই আমরা থাকি
নানা কাজে।
দুঃখের কবলে পড়ে যখন মন
ব্যতিব্যস্ত হয় জীবন।
কিছু মানুষের বাড়ে কষ্ট
কিছু সম্পর্কের টানাপোরেন।
কষ্ট, যন্ত্রণা এসবের মধ্যে
সে বিহ্বল হয়ে পড়ে।
রাস্তা খোঁজে তখন
নিজেকে মুক্ত করবে কি করে?
শান্তি, শান্তি আর শান্তি
মানুষ খোঁজ করে শান্তিকে।
বিক্ষিপ্ত এই মনটাকে একটু আরাম দিতে
ছাড়তে চায় সব কষ্টকে।
শান্তির প্রথম ধাপ
ক্ষমা করাতে।
কিন্তু এটা করবো
কার কার কাছে?
প্রথমে ক্ষমা করতে হবে নিজেকে
আমার শত্রুতা যাদের সাথে আছে।
তারপর ক্ষমা করতে হবে
সেই সব মানুষকে যারা শত্রুতা করেছিল।
এর পর সব ঝামেলা মিটলো
সবাই শান্তি পেল।
তাই পারস্পরিক শত্রুতা শেষে
সবার মুখে হাসি।
মনের সব কষ্ট আর চাপ মুক্ত হয়ছে
সবাই তাই খুশি।
স্বামী-স্ত্রীর সম্পর্কের মজবুত বন্ধনও
ওই ক্ষমা ম্যাজিক।
পারস্পরিক ক্ষমাই জন্ম দেয়
আ্যাডজাস্টমেন্টের টেকনিক।
এই অটুট বন্ধনই
ভালবাসার জন্ম দেয়।
যা তাদের জীবন
আলোয় আলোয় ভরে যায়।

