|| মনের ছলনা ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Moner Chalana
মন ছলনা করে
মাঝে মাঝেই।
মনঃ সংযোগের অভাব হʼলে
এটাতো হবেই।
মন ঠকে যায়
নিজের অচেতন মনের কাছে।
পুরোনো কোনও ʼভুলতে চাইʼ ছবি
আসে অচেতন মন থেকে।
আমরা তখন ওই পুরোনো ছবি দেখে
ভয় পেয়ে যাই।
বর্তমানের দরকারী কাজ ফেলে
চিন্তায় কুঁকড়ে যাই।
মন ভবিষতের সুন্দর ছবি
দেখতে চায়।
বর্তমান ভুলে ভবিষৎ নিয়ে ভাবতে গিয়ে
বর্তমানের অমূল্য সময় নষ্ট হয়ে যায়।