
|| মনকে কাজ দিন ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Monke Kaaj Din
মনকে কাজ না দিলে
মন এদিক ওদিক চলে যায়।
মন ব্যস্ত না হলে
অদরকারী বাজে কাজে পালায়।
মন যখন ঘুরে বেড়ায়
সে দৌড়োয় ঘন্টায় লক্ষ লক্ষ মাইল বেগে।
সে দৌড়ের রেখাচিত্র আঁকতে গেলে
পুরো আকাশটা লেগে যাবে।
মনের দৌড়ে মায়ের ছোটবেলার ছবির পাশে,
আমার ছোটবেলার ছবি চলে আসে।
কোনও এক সুখ স্মিতির পরেই
কোনও দুঃথের ঘটনা চোথে ভেসে আসে।
পুরোনো স্মিতির অ্যালবামে মনকে নিয়ে গেলে
সে সব ঘটনা ডিটেল্সে দেখায়।
ভুলে যাওয়া স্মিতির অংশে
সে চুপ করে থেমে যায়।
সত্যিই সে এক মজার খেলা,
অনেক সময় পেড়িয়ে যায় এই অবসরে।
মন শান্ত হয়ে যায়
এই স্মিতির অ্যালবামে ঘুরে।
আবার অলস মনে শয়তান
এসে হাজির হয়।
তখন তাকে হাটিয়ে অন্য দরকারী কাজে
আনা খুব মুস্কিল হয়ে যায়।
বর্তমানের অলস মনকে
ভবিষ্যতের সপ্নে নিয়ে যেতে হবে।
সেই সপ্নের ছবির রূপরেখায়
আজকের কাজের গোলে পৌঁছেতে হবে।
তাই মনকে দাও এখন
ভালো কোনও কাজ।
তাতে মনও ভাল থাকবে
আর সুন্দর সময় কাটবে আজ।

