
ভাল ছেলে – ব্যাচিলর বাবা (প্রথম পর্ব)
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
গ্রামের মানুষ হারান
তার ছোট্ট একটি ঘর।
বাবা-মা তার মারা যায মহামারীতে
যখন তার বয়েস পনেরো বছর.
এখন বয়েস তার তিরিশের কোটায়
রাশি রাশি স্বপ্ন তার মনে।
পাড়ার সকলে ভালবাসে তাকে
ভাল ছেলে বলে জানে।
সকাল থেকে ছুটে ছুটে করে সে
তার নানান কাজ।
ক্ষেতের সবজি, গোলার ধান
মজুত আছে তার আজ।
তার সঙ্গে থাকে দুটি প্রাণী
নʼবছরের ষীশু আর পাঁচ বছরের বন্যা।
ব্যচিলর বাবার দুই সন্তান
একটি পুত্র আর অন্যটি কন্যা।
গ্রামের সাধুবাবার আশ্রমে
এই যীশু ও বন্যার ছিল আশ্রয়।
অনাথ দুই ছেলে মেয়ে
ছিল সাধুবাবার খুব প্রিয়।
সাধুবাবা মৃত্যুসজ্জায় এদের
তুলে দেন হারানের হাতে।
সেই থেকে এরা দুজন
হারানের বাড়ীতেই থাকে।
নিজেই করে সে রান্না-বান্না
তিন মানুষের সংসার।
ষীশু আর বন্যা আনন্দেই থাকে
নতুন ব্যাচিলর বাবাব়।

