ভাল ছেলে – ব্যাচিলরের সংসার (দ্বিতীয় পর্ব)
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
হারান ভালই আছে সঙ্গে
পুত্র-কন্যাও আছে দারুন মজায়।
কৃষি দফতরে যায় সে প্রায়ই
জানতে চাষের নানান বিষয়।
ষীশু হারানের ডান হাত
বাড়ীতে সে বাবার সঙ্গে থাকে সর্বক্ষণ।
বন্যার শখ রান্না করা,
তাই রান্না নিয়ে তার প্রশ্ন যখন তখন।
হারান দুজনকে নিয়ে পড়তে বসে
রোজ সন্ধ্যেবেলায়।
ওরা জানে,পড়াশুনা করলেই
জীবনে বড় হওয়া যায়।
দূর্গাপুজোর সময়
মন্দিরের মাঠে বড় মেলা বসে।
নানান খাবার জিনিষ
আর হরেক রকম খেলনা আসে।
ওরা মেলায় বিভিন্ন জিনিস
ঘুরে ঘুরে কেনে বাবার সাথে।
জিলিপি আর পাঁপর ভাজা তো মেলেই
সঙ্গে মেলে পুতুল আর খেলনা হাতে।
মায়ের সোহাগ নেই তো তাদের
আছে বাবার আদর যত।
মায়ের অভাব ঢাকতে
হারানের চেষ্টা অবিরত।
ভাল কাজ করে গেলে
হারান জীবন সুখের হয় জানে।
বড়দের উপদেশ শুনে
তা বুদ্ধি দিয়ে বুঝে তা মানে।