ভারত বনাম সাউথ আফ্রিকা
Audio File:
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
প্রোটিয়াদের তো খেলার আগেই
আদ্দেক মানুষ শুয়ে পড়লো।
ছেলেদের খেলার আগেই
ভারতের মেয়েদের কৃতিত্ব বাড়লো।
স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মা
ছেলেখেলা করলো প্রোটিয়াদের বোলিং নিয়ে।
মেয়েদের টেস্ট ক্রিকেটে প্রথম দিন খেলা শেষ হলো
সর্বোচ্চ রানের রেকর্ড দিয়ে।
মেয়েদের টেস্ট ক্রিকেটে কোনও এক দিনে
এ দিনের পাঁচশো পঁচিশ রানই সর্বোচ্চ।
শেফালির দুশো পাঁচ রান
তারও টেস্ট ক্রিকেট কেরিযারে সর্বোচ্চ।
তবে এই ইনিংসে শেফালিদের
দৌড়নোতে অনিহা ছিল।
তাই দিনের শেষে কমপক্ষে
ভারতের পঞ্চাশ রান কম হোলো।
আজকের দিনে টেস্টেও জেতার তাগিদে
সবাই সর্ট রান বেশী নেয়।
যে কোনও খেলাতে তাই
প্লেয়াররা দৌড় প্রাক্টিসে যায়।
পরদিন সকালে ইন্ডিয়ান মেযেরা
ছʼশো তিন রান করে ডিক্লেয়ার করলো।
তার মধ্যে আরও তিনজন পঞ্চাশের বেশী আর
স্মৃতি মান্ধানা সেঞ্চুরি করে ফেললো।
মেযেরা বোলিং ভাল করবে
এটাই সকলের আশা।
তাই এই ম্যাচ জেতাটাও
শুধু সময়ের অপেক্ষা।
এতো হলো মেয়েদের
টেস্ট ম্যাচের হাল হকিকত।
সন্ধ্যেবেলায় ছেলেদের
ফাইনালের কি হবে ভবিষৎ?
রোহিত শর্মা মারকাটারি মেজাজে
সবকটা ম্যাচ খেলেছে।
পার্টনার কিং কোহলীও এই মেজাজে
তাড়াতাড়ি আউট হচ্ছে।
ইন্ডিয়া কোনও ম্যাচ না হেরে
ফাইনালে উঠে এসেছে।
সাউথ আফ্রিকাও না হেরে
আফগানদের গুঁড়িয়ে ফাইনালে পৌঁছেছে।
যদিও ভারত ফাইনালের রাস্তায়
পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে।
ভারতের বোলিং ব্রিগেডও
সমান তালে বিজয় রথ চালাচ্ছে।
অর্শদীপ ও বুমরার বলে
ব্যাটসম্যানরা ভূপাতিত হচ্ছে।
বিষাক্ত স্পিন বোলিংয়েও
উইকেট ছিটকে যাচ্ছে।
তাই ক্রিকেট প্রেমিক সব ভারতীয়ের আশা
সতেরো বছর পরে ওয়ার্ল্ড কাপ ট্রফির খরা কাটবে।
ধোনির পরে রোহিত শর্মার হাতে
টি টোযে়নটিওয়ার্ল্ড কাপ ট্রফি উঠবে।
গত ওয়ার্ল্ড কাপে ফাইনালে
অস্ট্রেলিয়া ছিনিয়ে নিয়েছে এই কাপ।
জয় হোক ইন্ডিয়া
দুহাজার চব্বিশে তোমরা করো বাজিমাত।