
|| বেকার ছেলে ||
Please Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Bekar Chele
সবাই বলে বেকার ছেলে
কাজের নাগাল পাওনা বলে।
কাজের নাগাল পাওনা তুমি
কারণ তুমি আগেই ভাব পাবেনা বলে।
ব্যর্থতার শোকটি ছেড়ে
নিজের জমী শক্ত করো।
মন থেকে তোমায় ভাবতে হবে
এ কাজ তুমি করতে পারো।
ʼআমি পারিʼ – এই ধারণা
মনের চিন্তায় বদ্ধমূল করো।
কাজটি শিখে নিয়ম মতো
তুমি যখন চেষ্টা করবে।
কাজের হদিশ নাগালে তোমার
এক্কেবারে এসে যাবে।
বেকারত্ব ঘুচবে তোমার
মুখে তোমার হাসি ফুটবে।
নিজের মনে করবে সে কাজ
সবাই তোমার প্রশংসা করবে।

