|| বিখ্যাত হোমমেকার ||
Please Visit & Subscribe my Youtube Channel : Keleedas Kobita
Bikhyata Homemaker
আমেরিকার একটি মেয়েকে
অফিস কয়েকমাসের ছুটি দিয়েছে।
ছুটিটা মাতৃত্বের জন্য
সুস্থ্য শরীরে যেন থাকতে পারে সে।
মেয়েটির পছন্দ নয় এই ছুটি
তাই সে এ কʼমাস অন্য চাকরি করতে চায়।
লিংক্ড ইনে তার রিজুউমে বানিয়ে
সেটা সে পোষ্ট করে দেয়।
এক্সপিরিয়েন্সে সে লেখে
তের বছর হোমমেকার।
এটি চোখে পড়ে যায় যাঁর
তিনি একজন মার্কেটিং-এর কর্ণধার।
উনি খবরটি পোষ্ট করেন
কোনও এক সোশ্যাল মিডিয়ায়।
কয়েক হাজার কমেন্টস আসে
সবাই মেয়েটিকে অভিনন্দন জানায়।
হোমমেকারের কাজকে
সবাই স্যালুট জানায়।
বাচ্ছা মানুষ করা থেকে
সে যে সমস্ত ঘর সামলায়।
বাড়ীর সবাইকে ভাল রাখতে
সে মুখ বুজে সব পরিশ্রম করে।
শক্ত কোনও কাজ হʼলে
সেখানে তার বুদ্ধি প্রয়োগ করে।
বাড়ীর সব সমস্যায়
সে হালটি ধরে থাকে।
তাই সংসার সমুদ্রে পরিবার জাহজটি
নির্বিঘ্নে চলতে থাকে।